ঢাকা : জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, জাতীয় পার্টি আগামীতে আর কারো ক্ষমতায় যাবার সিঁড়ি হবেনা। আমরা নিজেরাই ক্ষমতায় যাবার জন্য দলকে এগিয়ে নেবার চেষ্টা করছি। তাই এককভাবেই নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি। তিনি বলেন, এই মুহুর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। দেশকে রক্ষা করতে তার নেতৃত্বের আর কোনো বিকল্প নাই বলে তিনি উল্লেখ করেন।
সোমবার পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকার পার্শ্ববর্তী জেলাসমূহের জাতীয় পার্টির নেতা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য গোলাম হাবিব দুলাল, ব্রি. জেনারেল (অব.) কাজী মাহমুদ হাসান, কাজী ফিরোজ রশীদ, এ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, এস.এম. আব্দুল মান্নান এমপি, তাজুল ইসলাম চৌধুরী, মি. সুনীল শুভরায়, এস.এম. ফয়সল চিশতী, উপদেষ্টা বাদল খন্দকার, ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, খন্দকার আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব বাহাউদ্দিন বাবুল, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নুরু, জহিরুল আলম রুবেল প্রমুখ। রুহুল আমিন হাওলাদার বলেন, দেশ পরিচালনায় পল্লীবন্ধু এরশাদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলেই দেশে আবার শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরে আসতে পারে। দেশের জনগণ আবার এরশাদকেই ক্ষমতায় দেখতে চায়। তাই দেশবাসীর প্রত্যাশা পূরণের জন্যই জাতীয় পার্টিকে আরো সুসংগঠিত করে ক্ষমতায় যাবার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। তিনি বলেন, জনগণ এখন পরিবর্তন চায়। সেই পরিবর্তন আনতে পারে একমাত্র পল্লীবন্ধু এরশাদ। দুইটি দল ২০ বছরে দেশকে কিছুই দিতে পারেনি। আগামী নির্বাচনে জনগণ এই বঞ্চনার উপযুক্ত জবাব দেবে বলে তিনি মন্তব্য করেন।(ডিনিউজ)
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়