দুর্গাপুর(নেত্রকোনা): নেত্রকোনার দুর্গাপুরে শনিবার ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক অডিটরিয়ামে ‘প্রতিবন্ধী ব্যাক্তিরা আমাদেরই ভাইবোন,তাদের প্রতি আমাদের করনীয় শীর্ষক দিনব্যাপি এক সেমিনার অনুষ্ঠিত হয়।
জানা যায়, কারিতাস আলোঘর প্রকল্পের উদ্যোগে কারিতাস ফ্রান্স এর সহযোগিতায় ইউরিপয়ান কমিশনের অর্থায়নে এ কর্মসূচী বাস্তবায়িত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন কারিতাস আলোঘর প্রকল্পের আঞ্চলিক ব্যবস্ঞাপক দুলেন আরেং। প্রধান অতিথি হিসাবে উপষ্থি ছিলেন আনন্দ স্কুল প্রকল্পের যুগ্ম সচিব শওকত আকবর। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার বিনয় চন্দ্র শর্ম্মা, পৌর মেয়র শ,ম,জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমীন চুন্নু, মহিলা বিষয়ক কর্মকর্তা হাফিজা বেগম, বিদ্যুৎ কুমার দে, সনৎ সাহা, অনন্যা সাংমা প্রমূখ। প্রবন্ধ পাঠ করেন এলটুস নকরেক।(ডিনিউজ)
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়