Sunday, June 30

স্বামীর পুরুষাঙ্গ কেটে দেয়ায় স্ত্রীর যাবজ্জীবন

ঢাকা: যৌন নির্যাতনে অতিষ্ট হয়ে স্বামীর পুরুষাঙ্গটাই কেটে দিয়েছেন ক্যাথরিন কিউ। তবে নির্যাতন থেকে চিরমুক্তি মিললেও আদালত তাকে ছাড়েননি। এ অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তার।
 
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ঘটেছে এমন ঘটনা। দ্য অরেঞ্জ কাউন্টি জেলা এটর্নি কার্যালয় থেকে বলা হয়েছে, ক্যাথরিন কিউ নামের ওই নারী ২০১১ সালের জুলাইয়ে তার স্বামীকে আক্রমণ করে তাকে গুরুতর আহত করেন। আর সে কারণেই তাকে এ শাস্তি দেয়া হয়েছে। ওই আক্রমণে সে তার ৫০ বছর বয়সী স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন।  
 
এদিকে ক্যাথরিনের স্বামী বলেছেন, তার বাকি জীবন অসহায় অবস্থায় কাটবে কারণ তিনি নিজের পরিচয় হারিয়েছেন।
  
ক্যাথরিনের আইনজীবি বলেছেন, শৈশবে নিগ্রহ এবং স্বামীর যৌন নির্যাতনের কারণে ক্যাথরিন মানসিক সমস্যা ভুগছিলেন।
 
কৌশুলীরা বলেন, ক্যাথরিন তার স্বামীকে ঘুমের ওষুধ খাওয়ানোর পর তাকে ১০ ইঞ্চি ছুরি দিয়ে আঘাত করেন। আক্রমন করার সময় ক্যাথরিন চিৎকার করে বলেছিলেন, ‘তুমি এটারই যোগ্য’।
 
বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়