Sunday, June 30

ইরান-উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র সহযোগিতা নেই : জাতিসংঘ

ঢাকা : ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে ক্ষেপণাস্ত্র নির্মাণ খাতে কোনো সহযোগিতা হয়নি বলে নিশ্চিত করেছে জাতিসংঘ।

কোনো কোনো পশ্চিমা দেশ এ সম্পর্কে যে অভিযোগ করে আসছিল জাতিসংঘের এ ঘোষণায় তা নাকচ হয়ে গেল।

দক্ষিণ কোরিয়ার আরিরাং টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে। চ্যানেলটির এক খবরে বলা হয়েছে- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইরান বিষয়ক নিষেধাজ্ঞা কমিটি তাদের বার্ষিক প্রতিবেদনে বলেছে, “দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রে ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে প্রযুক্তিগত কোনো সহযোগিতার প্রমাণ পাওয়া যায়নি।”

গত বছরের ১২ ডিসেম্বর উত্তর কোরিয়া কক্ষপথে একটি রকেট পাঠায়। এ ঘটনার পরপরই পশ্চিমা কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জাপানের কিয়োদো বার্তা সংস্থা জানিয়েছিল- পিয়ংইয়ংয়ের সঙ্গে ক্ষেপণাস্ত্র সহযোগিতা জোরদার করার জন্য ইরান অক্টোবরের শেষ দিকে প্রতিরক্ষা বিভাগের কয়েকজন স্টাফকে উত্তর কোরিয়ায় পাঠায়। কিয়োদো আরো বলেছিল, উত্তর কোরিয়ার রকেট উতক্ষেপণের সময় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি দল সেখানে উপস্থিত ছিল।

২৪ ডিসেম্বর ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি ওই প্রতিবেদন নাকচ করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এ ধরনের খবর নিতান্তই মনগড়া এবং উত্তর কোরিয়ার সঙ্গে ক্ষেপণাস্ত্র সহযোগিতার জন্য ইরান কাউকেই পাঠায়নি।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়