ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, জিয়াউর রহমান দরখাস্ত করে বাকশালের সদস্য পদ নিয়েছেন।তার দলই আবার এর বিরোধীতা করছেন। তিনি বলেন, বিএনপি বার বার বলছে আমরা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছি। আমরা তো সেটা অস্বীকার করছি না। কিন্তু সেদিনের প্রেক্ষাপট ছিল ভিন্ন। সেদিন সকল প্রতিষ্ঠানকে বিএনপিকীকরণ করা হয়েছিল। সেজন্যই আমরা আন্দোলন করেছি। কিন্তু আজকে প্রেক্ষাপট ভিন্ন। বর্তমান সরকারের অধীনে ৫ হাজারেরও বেশি নির্বাচন হয়েছে। প্রত্যেকটা নির্বাচন হয়েছে নিরপেক্ষ ও অবাধ।
শনিবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে আলোচনায় অংশ নিয়ে আমির হোসেন আমু এসব কথা বলেন।
আমির হোসেন আমু বলেন, মওদুদ আহমেদ মায়াকান্না করছেন। তিনি জাতীয় চার নেতার নাম না বলার সমালোচনা করেছেন। কিন্তু মওদুদ আহমেদ তো একটুও জাতীয় চার নেতার মৃত্যুর ঘটনায় নিন্দাও করলেন না। যদি বলতেন তাদের হত্যা বিচার আরও আগে হওয়া উচিত ছিল তাহলেও তাকে সাধুবাদ দিতে পারতাম। কিন্তু সে তা করেননি। এসবই তাদের রাজনৈতিক দৈন্যতা।(ডিনিউজ)
শনিবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে আলোচনায় অংশ নিয়ে আমির হোসেন আমু এসব কথা বলেন।
আমির হোসেন আমু বলেন, মওদুদ আহমেদ মায়াকান্না করছেন। তিনি জাতীয় চার নেতার নাম না বলার সমালোচনা করেছেন। কিন্তু মওদুদ আহমেদ তো একটুও জাতীয় চার নেতার মৃত্যুর ঘটনায় নিন্দাও করলেন না। যদি বলতেন তাদের হত্যা বিচার আরও আগে হওয়া উচিত ছিল তাহলেও তাকে সাধুবাদ দিতে পারতাম। কিন্তু সে তা করেননি। এসবই তাদের রাজনৈতিক দৈন্যতা।(ডিনিউজ)
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়