Thursday, June 20

ব্রাজিলের জয় জাপানের হার

ঢাকা: ব্রাজিলে অনুষ্ঠিত কনফেডারেশন কাপে ইতালির বিপক্ষে দুর্দান্ত লড়াইয়ে জয়ের সম্ভাবনা জাগিয়েও হেরে গেলো এশিয়ান ফুটবল জায়ান্ট জাপান। তবে যথারীতি কনফেডারেশন কাপের অপর ম্যাচে জয় তুলে নিয়েছে ব্রাজিল। জাপান বনাম ইতালি টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথমার্ধে এগিয়ে ছিল এশিয়ানরাই। পেনাল্টি থেকে ২২ মিনিটে গোল করে জাপানকে এগিয়ে দেন হোন্ডা। মাত্র ১১ মিনিট পর পাওয়া গোলে ব্যবধানটা ২-০ করেন জাপানের কাগাওয়া। তবে প্রথমার্ধের চার মিনিট বাকি থাকতে ড্যানিয়েল রোসির গোলে ব্যবধান ২-১-এ কমিয়ে আনে ইতালি।  ৪১ মিনিটে দুর্দান্ত এক হেডে জাপানের গোলরক্ষককে পরাস্ত করেন রোসি। ম্যাচের  ৫০ মিনিটের মাথায়  আত্মঘাতী গোল করে বসেন জাপানের উচিদা। ফলে ২-২-এ সমতা ফেরে ম্যাচে। ইতালির তারকা খেলোয়ার বাল্লোতেল্লি ৫২ মিনিটে পেনাল্টি থেকে গোল করলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় ইতালি। ৬৯ মিনিটে ওকাজাকির গোলে  জাপান সমতায় (৩-৩) ফিরলেও ৮৬ মিনিটে  গিওভিনকোর গোলে ৪-৩ ব্যবধানে এগিয়ে যায় ইতালি। পরের চার মিনিটে এবং ইনজুরি টাইমে প্রাণপন চেষ্টা করেও আর ম্যাচে ফেলার সুযোগ পায়নি জাপান।
এই পরাজয়ের মধ্য দিয়ে তিন ম্যাচের দুটিতেই হারল জাপান। এর আগে ১৫ জুন উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের কাছে হারে এশিয়ানরা। ২২ জুন মেক্সিকোর বিপক্ষে কনফেডারেশন কাপের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে জাপান। দিনের অপর খেলায় যথারীতি জয় পেয়েছে ব্রাজিল। প্রতিপক্ষ ছিল মেক্সিকো।  প্রথমার্ধের নয় মিনিটের মাথায় প্রথম গোলটা আসে নেইমারের পা থেকে। আর ঠিক ৯০ মিনিটে গোল পান জো। এই জয়ের ফলে স্বাগতিক দল কনফেডারেশন কাপের প্রথম দুই ম্যাচে  সাফল্যের ধারায় থাকল। বার্সালোনায় সদ্য যোগ দেয়া নেইমার মেক্সিকোর রক্ষাব্যুহ খেলা শুরু হওয়ার নয় মিনিটে ভেঙে দেন। ড্যানিয়েল আলভেসের ভাসিয়ে দেয়া বলটি মেক্সিকোর ডিফেন্ডারের হেডে চলে যায় নেইমারের কাছে, পাওয়া সুযোগের সদ্ব্যবহার করেন ২১ বছর বয়সী নেইমার। বল মাটিতে পড়ার আগে বাম পা দিয়ে পাঠিয়ে দেন  মেক্সিকোর গোলপোস্টে। উদ্বোধনী ম্যাচে জাপানের বিরুদ্ধেও প্রথম গোলটি করেছিলেন  নেইমার। ওই ম্যাচে তিন মিনিটের মাথায় করা ওই গোলের মাধ্যমে জাতীয় দলের হয়ে নিজের গোল খরাকে কাটিয়ে উঠেন সান্তোসের সাবেক এ ফরোয়ার্ড। মেক্সিকানরা ব্যর্থ হয়েছেন  ব্রাজিলের ফুটবল শৈলীর কাছে। নির্ধারিত ৯০ মিনিট শেষ হয়ে ইনজুরি টাইমের খেলা চলার সময়টাতে আরেকটি গোল হজম করে মেক্সিকো। ব্রাজিল জেতে ২-০ ব্যবধানে।

ডিনিউজবিডি/সোহেল

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়