ঢাকা : ক্ষুদে ক্রিকেটারদের প্রশিক্ষণের জন্য দেশের ক্রিকেট একাডেমীগুলোতে ভাল কোচ নিয়োগ দেয়া দরকার বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার ভি ভি এস লক্ষণ।
স্থানীয় মঙ্গলাগিরির কাছে অন্ধ্র ক্রিকেট এসোসিয়েশনের সেন্ট্রাল জোন একাডেমী উদ্ধোধনের পর লক্ষণ বলেন, ‘যে সকল ছাত্ররা ক্রিকেট একডিমীতে ভর্তি হচ্ছে উচ্চাকাংখার সাথে একই সঙ্গে তাদের আত্মদান ও অঙ্গীকারাবদ্ধতাও থাকতে হবে।’
এখানেই রনজি ট্রফিতে ১৯৯০ সালে নিজের ১৫৩ রানের ইনিংসের কথাও স্মরণ করেন লক্ষণ।
এক প্রশ্নের জবাবে লক্ষন বলেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) ঘটা স্পট ফিক্সিং কেলেংকারি খুবই দু:খজনক। তবে এ টুর্নামেন্ট অনেক নতুন ক্রিকেটারদের সুযোগ করে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ভাল ক্রিকেটার সৃষ্টি করতে হলে একাডেমীগুলোতে অবশ্যই ভাল মানের কোচ নিয়োগ দিতে হবে। পাশাপাশি পর্যাপ্ত সুযোগ-সুবিধাও নিশ্চিত করতে হবে।(ডিনিউজ)
স্থানীয় মঙ্গলাগিরির কাছে অন্ধ্র ক্রিকেট এসোসিয়েশনের সেন্ট্রাল জোন একাডেমী উদ্ধোধনের পর লক্ষণ বলেন, ‘যে সকল ছাত্ররা ক্রিকেট একডিমীতে ভর্তি হচ্ছে উচ্চাকাংখার সাথে একই সঙ্গে তাদের আত্মদান ও অঙ্গীকারাবদ্ধতাও থাকতে হবে।’
এখানেই রনজি ট্রফিতে ১৯৯০ সালে নিজের ১৫৩ রানের ইনিংসের কথাও স্মরণ করেন লক্ষণ।
এক প্রশ্নের জবাবে লক্ষন বলেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) ঘটা স্পট ফিক্সিং কেলেংকারি খুবই দু:খজনক। তবে এ টুর্নামেন্ট অনেক নতুন ক্রিকেটারদের সুযোগ করে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ভাল ক্রিকেটার সৃষ্টি করতে হলে একাডেমীগুলোতে অবশ্যই ভাল মানের কোচ নিয়োগ দিতে হবে। পাশাপাশি পর্যাপ্ত সুযোগ-সুবিধাও নিশ্চিত করতে হবে।(ডিনিউজ)
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়