বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে শুরু হচ্ছে দ্বিতীয় বিভাগ দাবা লীগ। ৫ জুলাই শুক্রবার বিকেল তিনটা থেকে ফেডারেশনের দাবা কক্ষে এ লীগ শুরু হবে। সব দলের জন্য এ দ্বিতীয় বিভাগ দাবা লীগ-২০১৩ এ অংশগ্রহণ উন্মুক্ত থাকছে। প্রতিটি দলে ৪ (চার) জন নিয়মিত এবং ২ (দুই) জন অতিরিক্ত খেলোয়াড় ও একজন কর্মকর্তা থাকতে পারবে।
যে সকল দল অংশগ্রহন করবে তাদের নির্ধারিত এন্ট্রি ফি ও খেলোয়াড় রেজিস্ট্রেশন ফিসহ ৩ জুলাই বুধবারের মধ্যে প্রতিদিন বিকাল ৩-০০ টা হতে রাত ৮-০০ মধ্যে বাংলাদেশ দাবা ফেডারেশনের অফিসে দলের নাম জমা দিতে হবে।
দ্বিতীয় বিভাগ দাবা লীগের খেলা সুইস-লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং শীর্ষস্থান প্রাপ্ত দুটি দল আগামি ২০১৪ সনের প্রথম বিভাগ দাবা লীগে অংশগ্রহণের সুযোগ পাবে।
যে সকল দল অংশগ্রহন করবে তাদের নির্ধারিত এন্ট্রি ফি ও খেলোয়াড় রেজিস্ট্রেশন ফিসহ ৩ জুলাই বুধবারের মধ্যে প্রতিদিন বিকাল ৩-০০ টা হতে রাত ৮-০০ মধ্যে বাংলাদেশ দাবা ফেডারেশনের অফিসে দলের নাম জমা দিতে হবে।
দ্বিতীয় বিভাগ দাবা লীগের খেলা সুইস-লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং শীর্ষস্থান প্রাপ্ত দুটি দল আগামি ২০১৪ সনের প্রথম বিভাগ দাবা লীগে অংশগ্রহণের সুযোগ পাবে।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়