নিজস্ব প্রতিবেদক:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১ সনের ডিগ্রি (পাস) কোর্স পরীক্ষায় কানাইঘাট ডিগ্রি কলেজ থেকে ৬২জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৩৮জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। উত্তীর্ণদের মধ্যে ১ম বিভাগে ৫জন, ২য় বিভাগে ৩১জন ও ৩য় বিভাগে ২ জন পরীক্ষার্থী পাশ করেছেন। সার্বিক ফলাফলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল আলম মামুন সন্তুষ্ট নয়। তিনি আরও ভাল ফলাফল প্রত্যাশা করেছিলেন। অকৃতকার্যদের মধ্যে বেশির ভাগ পরীক্ষার্থী কেউ কেউ শুধুমাত্র ইংরেজি বিষয়ে ২/৩ বার ফেল করে পরীক্ষায় অংশগ্রহণ করেও এবারও অকৃতকার্য হয়েছে। আগামীতে আরো ভাল ফলাফলের জন্য সবধরণের পদক্ষেপ গ্রহণ করা হবে বলে অধ্যক্ষ শামসুল আলম মামুন জানিয়েছেন। উল্লেখ্য যে, কলেজের ডিগ্রি কোর্স চালু হওয়ার পর এবারই প্রথম বিভাগে সর্বোচ্চসংখ্যক ৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
শিক্ষাঙ্গন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়