Sunday, June 16

নরসিংদীতে পিতলের মূর্তিসহ প্রতারক আটক

নরসিংদী: নরসিংদীতে আধ্যাতিকভাবে কোটিপতি বনেদেয়ার মিথ্যে প্রলোভন দেখিয়ে আন্ত:জেলা প্রতারক চক্রের এক সদস্য পিতলের মুর্তিসহ জনতার হাতে আটক হয়েছে। রোববার বেলাব উপজেলার চরবেলাব গ্রামের সহজ-সরল মগল মিয়ার (৫২) বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। 
মগল মিয়ার পারিবারিক সূত্র জানিয়েছেন, গাইবান্ধা জেলার গবিন্ধগঞ্জ উপজেলার হাতিয়াদাহ গ্রামের আঃ বাকিরের ভন্ড প্রতারক পুত্র শামীম (৩২) বিগত সময়ে মিথ্যে প্রলোভন দেখিয়ে এই চক্রটি আমার মেয়ের নিকট থেকে আড়াই ভরি স্বর্ণালংকার, নগদ ৬০ হাজার টাকা নিয়ে যায়। আটককৃত ভন্ড প্রতারক শামীম দীর্ঘদিন পর পূনরায় ৪-৫ দিন পূর্বে তার সেল ফোন নাম্বার ০১৭৭৪-৩৩৪৬০৪ থেকে আমার এই নাম্বারে ০১৭২৬-০৫৬৫৭৪ যোগাযোগ করে। সেল ফোনে ভন্ড প্রতারক শামীম আমাকে আল্লাহ্-রাসুলের কিছু বানী শুনিয়ে স্থানীয় এতিম খানা, মসজিদ, মাদ্রাসা ও অসহায়দের দান করার পরামর্শ দেয়। এরই ধারাবাহিকতায় ভন্ড প্রতারক শামীম রোববার সকালে নরসিংদীর বেলাবতে আসেন। বাড়ির অদূরে অবস্থান নিয়ে পূনরায় সেল ফোন থেকে আমার সাথে যোগাযোগ করে বলে দীর্ঘদিন পরে হলেও আল্ল¬াহ্ তোমার সহায় হয়েছেন, তুমি দ্রুত বেলাব পাইলট মর্ডান মডেল হাই স্কুলের দক্ষিণ পাশে একটি নিম গাছের নিচে যেয়ে দেখ তোমার জন্য একটি স্বর্ণের মূর্তি অপেক্ষা করছে। এরই প্রেক্ষিতে ঘটনাস্থলে যাই, সেখানে যেয়ে প্রায় (৩শ) গ্রাম ওজনের কাগজে মোড়ানো একটি পিতলের মুর্তি দেখতে পাই। এসময় কাগজে মোড়ানো পিতলের মূর্তিটি পেয়ে ভন্ড প্রতারককে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মগল মিয়া ফোন করলে ভন্ড প্রতারক শামীম এসময় মগলকে বলে তুমি টুপি মাথায় দিয়ে দাঁড়াও, কিছুক্ষণের মধ্যেই দেখবে টুপি মাথায় একজন ভদ্রলোক তোমার নিকট যাবে। এর কিছুক্ষণের মাঝেই ভন্ড প্রতারক শামীম মগলের নিকট যেয়ে বলেন সাধু বাবাই আমাকে আপনার নিকট পাঠিয়েছে। আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে, আপনি এক্ষুনি আমাকে আড়াই ভরি স্বর্ণ, নগদ এক লক্ষ টাকা দিয়ে দেন। অন্যথায় মুর্তিটি অকার্যকরসহ আপনার পরিবারের মহা বিপদ নেমে আসবে। চোরে না শুনে ধর্মের কাহিনী। দীর্ঘদিনের প্রত্যাশিত ভন্ড প্রতারককে হাতের মুঠোয় পেয়েও বেলাববাসী হাতছাড়া করার মতো এত নির্বোধ নয়। বৃদ্ধ মগল মিয়া পূর্ব পরিকল্পনা অনুযায়ী গ্রামবাসীদের সহায়তায় ভন্ড প্রতারক শামীমকে আটক করে গণপিটুনি দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকট নিয়ে যায়। এসময় চেয়ারম্যান ভন্ড প্রতারকের সমুদয় ঘটনা জেনে-বুঝে তাকে বেলাব থানা পুলিশের নিকট সোপর্দ করে। এব্যাপারে বেলাব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। (ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়