চ্যাম্পিয়ন্স ট্রফি অর্জন বদলে দিল ভারতীয় ক্রিকেটের সাম্প্রতিক চেহারা। কয়েকদিন আগেও স্পট ফিক্সিং কেলেঙ্কারির অন্ধকারে ঢাকা পড়া ভারতীয় দলে ফিরেছে স্বস্তির আলো। চ্যাম্পিয়ন্স ট্রফি শুধু দলের কলঙ্কই মোচন করেনি, খেলোয়াড়দের ব্যক্তিগত ঝুলিতেও ঢেলে দিয়েছে লক্ষ্মীর আশীর্বাদ।
ইংল্যান্ডকে তাদের নিজেদের মাটিতে পরাজিত করার পুরস্কারস্বরূপ ভারতীয় দলের জন্য ১২ কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেক্ষেত্রে প্রত্যেক ক্রিকেটার পাচ্ছেন এক কোটি রুপি করে। এছাড়া, কোচ এবং সাপোর্টিং স্টাফদের প্রত্যেককেও ত্রিশ লাখ রুপি করে দেয়া হচ্ছে।
বৃষ্টি বিঘ্নিত রুদ্ধশ্বাস ফাইনালে রোববার ৫ রানে কুকবাহিনীকে পরাজিত করেছ ধোনি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ম্যাচের সেরা হওয়ার জন্য রবিন্দ্র জাদেজা পেয়েছেন সোনালী বল। অন্যদিকে, টুর্নামেন্টের সেরা হয়ে শিখর ধাওয়ান অর্থ মূল্যের সাথে হাতে তুলেছেন সোনালী ব্যাট ।
চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন বিসিসিআইয়ের অন্তর্বর্তী প্রধান জগমোহন ডালমিয়া। শুভেচ্ছা বার্তায় ডালমিয়া বলেন, “অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়া সবসময়ই গর্বের ব্যপার। এটাই আমরা করে দেখিয়েছি। এজন্য ভারতীয় ক্রিকেটারদের ধন্যবাদ।”
সূত্র: জি নিউজ
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়