:: কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ভুল চিকিৎসায় ১২ দিনের এক শিশুর মৃত্যুর অভিযাগ এনেছে শিশুটির পরিবার। এ অভিযোগে হাসপাতাল ভাঙচুর ও চিকিৎসক লাঞ্চিত করেছে বলে জানা যায়।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ভুল চিকিৎসায় ১২ দিনের এক শিশুর মৃত্যুর অভিযাগ এনেছে শিশুটির পরিবার। এ অভিযোগে হাসপাতাল ভাঙচুর ও চিকিৎসক লাঞ্চিত করেছে বলে জানা যায়।
শনিবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, এ ভাঙচুরের ঘটনায় ৪ জনকে অভিযুক্ত করে ফুলবাড়ী থানায় একটি মামলা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে- হাসপাতাল ভাঙচুর ও চিকিৎসককে লাঞ্ছিত করার ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক ডা. শাহাদত হোসেনের নেতৃত্বে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি ঘটনাস্থল পরির্দশন করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বালাতারী গ্রামের মামুন মিয়ার স্ত্রী এছপা খাতুন ১২ দিন আগে কন্যা সন্তান জন্ম দেন। পরিবারের লোকজন বাচ্চাসহ তাকে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসার পর চিকিৎসকরা বাচ্চাটিকে বাড়ি নিয়ে যাওয়ার পরামর্শ দেন। শুক্রবার রাতে শিশুটিকে ফিরিয়ে এনে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় রাতে শিশুটি মারা যায়।
শিশুটির মামা নুর ইসলাম জানান, হাসপাতালে ভর্তি করার পরও বাচ্চাটি সুস্থ ছিল এবং রীতিমত তার মায়ের দুধ পান করেছে। কিন্তু ডাক্তার পূর্বের রিপোর্ট না দেখেই ইনজেকশন পুশ করার পর পরেই শিশুটি মারা যায়।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে. কে পাল জানান, অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়