Saturday, May 18

রাশিয়ার সমালোচনায় যুক্তরাষ্ট্র

ঢাকা: সিরিয়াকে জাহাজ বিধ্বংসী ক্ষেপনাস্ত্র সরবরাহ করার জন্য রাশিয়ার সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। ক্ষেপনাস্ত্র পাঠানোর ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত’ উল্লেখ করে যুক্তরাষ্ট্রের সিনিয়র সামরিক কর্মকর্তা জেনারেল মার্টিন জানান, এর ফলে দেশটিতে সংঘর্ষ দীর্ঘায়িত হবে।

তিনি বলেন, সিরিয়ায় রাশিয়ার অস্ত্র লাশের সারি আরো দীর্ঘায়িত করবে। ইতোমধ্যেই দেশটিতে ৮০ হাজার মানুষ নিহত হয়েছে।

যুক্তরাষ্ট্রের উর্ধ্বতন কর্মকর্তারা নিউইয়র্ক টাইমসকে জানায়, আমরা আশংকা করছি ভবিষ্যতে রাশিয়ার পাঠানো ক্ষেপনাস্ত্র সিরিয়া অপব্যবহার করতে পারে। বিশেষ করে দেশটিতে ভবিষ্যতে কোন বিদেশী সেনা হস্তক্ষেপ করলে তা কঠোরভাবে দমন করা হতে পারে।

তবে যুক্তরাষ্ট্রের সমালোচনার জবাবে রাশিয়া কোন প্রতিক্রিয়া জানায়নি।

সিরিয়া প্রসঙ্গে দীর্ঘদিন ধরে একটি আন্তর্জাতিক শান্তি আলোচনা আয়োজন করার কথা হচ্ছে। সিরিয়া ইস্যুতে সবাইকে এক টেবিলে বসানো ক্ষেত্রে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকার রাখবে বলে ধারণা করা হচ্ছে।

তবে সিরিয়া ইস্যুতে রাশিয়ার সর্বশেষ অবস্থান মস্কো ও ওয়াশিংটনের মাঝে একটি দূরত্ব তৈরী করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়