Tuesday, May 28

কানাইঘাটে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি নিয়ে সেমিনার অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:
 কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিক শিক্ষার জন্য উপ-বৃত্তি কর্মসূচির উপজেলা পর্যায়ের সম্পৃক্ত ব্যক্তিদের একদিনের এক প্রশিক্ষণ ও সেমিনার গত সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তন হলে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কামাল উদ্দিনের পরিচালনায় দিনব্যাপী উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুনুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পরিবীণ কর্মকর্তা দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহীন মাহবুব, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দিনব্যাপী এ সেমিনারে অতিথিবৃন্দ প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কর্মসূচির লক্ষ্যে ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সভায় দেশের হতদরিদ্র পরিবারের শিশুদের প্রাথমিক শিক্ষার আওতায় আনার জন্য সরকার মূলত উপবৃত্তি মতো যুগান্তকরী প্রকল্প চালু করায় অসহায় পরিবারের অনেক সদস্য শিক্রষা সুফল গ্রহণ করতে পারছে। উপবৃত্তি বিতরণে সকল অনিয়ম ও দুর্নীতিরোধে সার্বিক মনিটরিং জোরদার করতে শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ আরও দায়িত্বশীল ভূমিকা পালনের উপর সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়