Saturday, May 18

পঞ্চায়েত নির্বাচনে রাজি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার

কলকাতা: আর সংঘাত নয়, সমঝোতায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজি হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

দীর্ঘ আইনি লড়াই শেষে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে রাজ্য সরকার পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ নির্ধারণে রাজ্য নির্বাচন কমিশনের মতকেই দিচ্ছে প্রাধান্য।

পুরোদমে বর্ষা আর রমজান মাসের কথা ভেবে জুনে নির্বাচন করাতে চাইলেও, শেষ পর্যন্ত মীরা পাণ্ডের দফতরের স্থির করা দিনক্ষণ মেনে নেওয়ার কথা জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত সচিব সৌরভ দাস।

সে অনুযায়ী, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২, ৬ ও ১০ জুলাই। ভোট গণনা ১৪ জুলাই।

শুক্রবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মেনে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করবে সরকার।

রাজ্য ও কমিশনের সমঝোতার ভিত্তিতে বিজ্ঞপ্তি জারি নিয়ে টানাপোড়েনের সম্ভাবনা এখনও সামান্য হলেও রয়েছে। জেলাবিন্যাস নিয়ে দু’পক্ষে এখনও একমত হয়নি। স্পর্শকাতর বুথ নিয়েও রয়েছে জটিলতা।

তবে বৈঠকের পর যা পরিস্থিতি, তাতে এর পানি বেশি দূর গড়াবে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।(ডিনিউজ)
 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়