Monday, May 20

লন্ডনে তারেক জিয়ার সভায় সংর্ঘষ

লন্ডন : লন্ডনের এক্সেলের ক্রাউন প্লাজা হলে তারেক জিয়ার সমাবেশে হাতাহাতির কারণে বন্ধ করে দিতে হয়েছে। বর্তমানে ক্রাউন প্লাজার সামনে পুলিশ অবস্থান করছে এবং ভিতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না।
যুক্তরাজ্য বিএনপি‘র ৪০টির মতো ইউনিট ও জোনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে এই সভার আয়োজন করা হয়েছিল।

আর এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান।

সভায় তারেক জিয়া যুক্তরাজ্য বিএনপি‘র শীর্ষস্থানীয় ৩ নেতা সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহিদুর রহমান, সাবেক সাধারন সম্পাদক এম এ মালেক ও এম এ সালাম এর উপস্তিতিতে মাত্র ৫ মিনিট বক্তব্য দেওয়া পর পরই সভাস্থলে পুলিশ এসে তার বন্ধ করে দেওয়া জন্য বলে।

এই সভায় সাংবাদিকদের ভিতরে ঢুকতে দেয়া হয়নি। হলের সামনে শত শত নেতাকর্মী তারেক জিয়াকে দেখার জন্য ও হলে ঢুকার জন্য জমায়েত ছিল । রাকিব করিম, বিশেষ প্রতিনিধি(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়