নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে ইউএনও’র অপসারনের দাবীতে “কানাইঘাট মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের” উদ্যোগে শনিবার বেলা ২টায় স্থানীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক আব্দুল হেকিম শামীমের সভাপতিত্বে এবং শাহাব উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, আ’লীগ নেতা হোসেন আহমদ, নজির উদ্দিন প্রধান, রিংকু চক্রবর্র্তী, যুবলীগের পৌর আহ্বায়ক এনামুল হক, যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন, মোহাম্মদ ইয়াহহিয়া, যুবলীগ নেতা শহীদ আহমদ, মোঃ জাকারিয়া, আবুল বাশার, জসীম উদ্দিন, আমিনুল ইসলাম ও দেলোওয়ার হোসেন প্রমুখ। এছাড়াও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষে বক্তব্য রাখেন, জহিরুল ইসলাম চৌধুরী, সুয়েব আহমদ, আজাদুর রহমান, আব্বাস উদ্দিন ও নাজিম উদ্দিন। সভায় সর্বসম্মত সিন্ধান্ত অনুযায়ী জেলা আ’লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে ইউএনও’র দুর্নীতির বিরুদ্ধে আগামীকাল সংবাদ সম্মেলন করা হবে বলে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক আব্দুল হেকিম শামীম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়