Friday, May 31

ইসরায়েলের প্রতি কড়া হুঁশিয়ারি আসাদের


ঢাকা: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভবিষ্যতে কোনো বিমান হামলা হলে এর জবাব দিবে সিরিয়া।
লেবাননভিত্তিক আল-মানার টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আল-আসাদ বলেন, “আমাদের সঙ্গে যোগাযোগকারী সবপক্ষকে আমরা বলেছি যে পরবর্তীতে ইসরায়েলের যেকোনো আগ্রাসনের জবাব দেব আমরা।”
ইতোমধ্যে তিনবার সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের দাবি, লেবাননের হেজবুল্লাহর কাছে অস্ত্র পাঠানোর সময় তারা হামলা চালিয়েছে।
হেজবুল্লাহর মালিকানাধীন টেলিভিশনটিকে আসাদ বলেছেন, আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নিতে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি হয়েছে।
তবে এসব ক্ষেপণাস্ত্র সিরিয়ার সরকার পেয়েছে কিনা তা নিশ্চিত করেননি প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে, যদি ওইসব ক্ষেপণাস্ত্রের প্রয়োগ ঘটনা হয় তাহলে তারা সিরিয়ার ওপর হামলা চালাবে।

গোলান উচ্চভূমিতে প্রতিরক্ষা গড়ে তোলার ব্যাপারে জনগণের চাপ রয়েছে বলে জানান আল-আসাদ। 
১৯৬৭ সালের যুদ্ধের পর থেকে গোলান উচ্চভূমি দখলে রেখেছে ইসরায়েল। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ১৯৮১ সালে নিজ ভূখণ্ডের সঙ্গে দখলকৃত অঞ্চলকে সংযোজন করেছে ইসরায়েল। এখনও আন্তর্জাতিক সম্প্রদায় তা স্বীকৃতি দেয়নি। ১৯৪৮ সাল থেকে সিরিয়া ও ইসরায়েল যুদ্ধাবস্থায় রয়েছে।(বাংলানিউজটোয়েন্টিফোর.কম)


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়