ঢাকা : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও ‘অপপ্রচার’ বন্ধ করার দাবি জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।
আজ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না করলে আগামীকালের হরতালই শেষ হরতাল হবে, এটি ভাবার কোনো কারণ নেই।’
শামসুজ্জামান বলেন, ১৮ দলের ডাকা আগামীকালের হরতাল হবে শান্তিপূর্ণ।
বিএনপির এ মুখপাত্র বলেন, তারেক রহমানকে নিয়ে বনমন্ত্রী ড. হাছান মাহমুদের বক্তব্যে “সব রীতি-নীতি শিষ্ঠাচার ভুলে তিনি তারেক রহমান সম্পর্কে যে মন্তব্য করেছেন তা গ্রহণযোগ্য নয়।
আইনপ্রতিমন্ত্রী কামরুল ইসলামের বক্তব্যেরও নিন্দা জানাই। ইতোমধ্যেই এই দুই মন্ত্রীকে তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল নোটিশ দিয়েছেন।”
আজ বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামসুজ্জামান বলেন, দলের নেতা-কর্মীদের যার যার এলাকায় থেকে শান্তিপূর্ণভাবে মিছিল-সমাবেশের মাধ্যমে হরতাল সফল করতে বলা হয়েছে। নয়াপল্টনের আশপাশে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির সম্পৃক্ততা নেই বলে তিনি দাবি করেন। তিনি ‘দুষ্কৃতকারীদের’ গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, কাউকে গ্রেপ্তার করা না হলে বুঝতে হবে এখানে সরকারের ইন্ধন আছে।
সংবাদ সম্মেলনে আরো ছিলেন- দলের সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম, যুবদলের সাংগঠনিক সম্পাদক আকম মোজ্জামেল হোসেন প্রমুখ।
(ডিনিউজ)
আজ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না করলে আগামীকালের হরতালই শেষ হরতাল হবে, এটি ভাবার কোনো কারণ নেই।’
শামসুজ্জামান বলেন, ১৮ দলের ডাকা আগামীকালের হরতাল হবে শান্তিপূর্ণ।
বিএনপির এ মুখপাত্র বলেন, তারেক রহমানকে নিয়ে বনমন্ত্রী ড. হাছান মাহমুদের বক্তব্যে “সব রীতি-নীতি শিষ্ঠাচার ভুলে তিনি তারেক রহমান সম্পর্কে যে মন্তব্য করেছেন তা গ্রহণযোগ্য নয়।
আইনপ্রতিমন্ত্রী কামরুল ইসলামের বক্তব্যেরও নিন্দা জানাই। ইতোমধ্যেই এই দুই মন্ত্রীকে তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল নোটিশ দিয়েছেন।”
আজ বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামসুজ্জামান বলেন, দলের নেতা-কর্মীদের যার যার এলাকায় থেকে শান্তিপূর্ণভাবে মিছিল-সমাবেশের মাধ্যমে হরতাল সফল করতে বলা হয়েছে। নয়াপল্টনের আশপাশে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির সম্পৃক্ততা নেই বলে তিনি দাবি করেন। তিনি ‘দুষ্কৃতকারীদের’ গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, কাউকে গ্রেপ্তার করা না হলে বুঝতে হবে এখানে সরকারের ইন্ধন আছে।
সংবাদ সম্মেলনে আরো ছিলেন- দলের সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম, যুবদলের সাংগঠনিক সম্পাদক আকম মোজ্জামেল হোসেন প্রমুখ।
(ডিনিউজ)
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়