Saturday, May 18

কানাইঘাটে রোড পারমিটবিহীন ট্রলির সংখ্যা বেড়েই চলেছে

নিজস্ব প্রতিবেদক:
পানি সেঁচের মেশিন দ্বারা তৈরীকৃত রোড পারমিট বিহীন অবৈধ শত শত ট্রলির বিকট শব্দ ও কালো ধোঁয়ায় কানাইঘাট পৌর শহরের জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। মাত্র ৪০/৫০ হাজার টাকার বিনিময়ে ট্রলি তৈরী করা যায় বলে স্থানীয় কিছু প্রভাবশালী লোকেরা অতি মুনাফা লাভের আশায় ইচ্ছেমত একাধিক ট্রলি তৈরী করে রাস্তায় নামিয়ে এলাকার গরীব ও অসহায় ছোট ছোট ছেলেদেরকে স্বল্প বেতনের বিনিময়ে এনে ট্রলির ড্রাইভিং করিয়ে থাকেন। ফলে মাত্র ১২/১৩ ছেলেরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে বিপদ জনক ট্রলির ড্রাইভিং করে আসছে। এসব অদক্ষ চালকের বেপরোয়া ড্রাইভিংয়ের ফলে প্রতিনিয়ত
কানাইঘাটের বিভিন্ন স্থানে ঘটছে সড়ক দূর্ঘটনা। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, রোড পারমিটবিহীন এসব ট্রলির মালিকদের কাছ থেকে ট্রাফিক পুলিশ মাসুয়ারা আদায় করে থাকে। মাঝে মধ্যে দূর্ঘটনা ঘটলে স্থানীয় পুলিশ ঐসব ট্রলি জব্ধ করলেও প্রভাবশালীরা তদবির চালিয়ে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যান। শিশু ও কিশোর বয়সের বেশ কয়েকজন ট্রলির চালকের সাথে কথা হলে তারা বলেন, পরিবারের অভাব অনোটনের কারনে স্বল্প বেতনে জীবনের ঝুঁকি নিয়ে ড্রাইভিং করে থাকি। কোন ধরনের যানবাহন চলাচলের পূর্ব অভিজ্ঞতা নেই তাদের। এদিকে যানজট মুক্ত নিরাপদ পৌরশহর ও জনদূর্ভোগ লাগবের জন্য স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা দ্রুত পরিবেশ দূষণকারী ক্ষতিকর ট্রলির অবাধ যাতায়াত বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপরে হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়