Friday, May 17

নিজস্ব অস্তিত্বহীন বিএনপির: সুরঞ্জিত

ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছরন খালেদা জিয়ার দল বিএনপির নিজস্ব কোনো অস্তিত্ব নেই। কখনো জামায়াত, কখনো হেফাজতের কাঁধে ভর করে চলছে

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৩২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুক্রবার দুপুরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সুরঞ্জিত বলেন, “বিএনপি মনে করেছিলো- কিছু লোককে রাজপথে বসিয়ে রাখলেই সরকারের পতন ঘটানো যাবে। কিন্তু এখন তিনি দেখলেন তার চক্রান্ত ও ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।”

“ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে খালেদা জিয়া আলোচনায় বসতে রাজি হয়েছেন” মন্তব্য করে সুরঞ্জিত বলেন, ‘প্রধানমন্ত্রী যখন তাকে আলোচনার আহ্বান জানালেন তখন তিনি আল্টিমেটাম দেন। তিনি কেন এবং কিসের জোরে আল্টিমেটাম দিলেন? তারা সরকারের আলোচনার আহ্বানকে দুর্বলতা মনে করেছিলো।”

তিনি বলেন, “সবকিছুর পরও আমরা আলোচনায় রাজি। আলোচনার বল এখন তাদের কোর্টে। তাদের বলতে হবে তারা সব চক্রান্ত ষড়যন্ত্র ও নৈরাজ্যের পথ পরিহার করে আলোচনায় রাজি। তবেই সংলাপ হবে এবং তা সাংবিধানিক কাঠামোর মধ্যেই হবে।”

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে সুরঞ্জিত বলেন, “চক্রান্ত ও ষড়যন্ত্র করে আর ক্ষমতায় যাওয়া যাবে না। তাই ষড়যন্ত্রের পথ পরিহার করুন, গণতন্ত্রের পথে আসুন।”

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি লিযাকত আলী শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- অভিনেতা  পিযূষ বন্দোপধ্যায়, কৃষক লীগের সহ সভাপতি এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ‍অরুণ সরকার রানা প্রমুখ।
(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়