চার সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্যে তিনটিতেই দেশের প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে। রোববার বিএনপি ও আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী ব্যতীত বিদ্রোহী প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন।
তবে বরিশালে আওয়ামী লীগ সমর্থক মেয়র প্রার্থী মাহমুদুল হক মামুন ও সাবেক মেয়র শওকত হোসেন হিরণ দুজনের কেউই মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেননি।
রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট এ চার সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল রোববার।
এ চার সিটিতে সম্ভাব্য মেয়র প্রার্থী ছিলেন মোট ২২ জন। এতে বিএনপি সমর্থিত প্রার্থীই বেশি ছিলেন। শেষ দিনে দলীয় সমঝোতার প্রেক্ষিতে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।
এ চার সিটিতে সম্ভাব্য মেয়র প্রার্থী ছিলেন মোট ২২ জন। এতে বিএনপি সমর্থিত প্রার্থীই বেশি ছিলেন। শেষ দিনে দলীয় সমঝোতার প্রেক্ষিতে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।
রাজশাহী সিটি কর্পোরেশন:
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী জামায়াত নেতা মো: জাহাঙ্গীর তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এ কারণে এ নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি সমর্থিত মোসাদ্দেক হোসেন বুলবুল ও আওয়ামী লীগ সমর্থিত সাবেক মেয়র এ কে এম খায়রুজ্জামান লিটনের মধ্যে।
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী জামায়াত নেতা মো: জাহাঙ্গীর তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এ কারণে এ নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি সমর্থিত মোসাদ্দেক হোসেন বুলবুল ও আওয়ামী লীগ সমর্থিত সাবেক মেয়র এ কে এম খায়রুজ্জামান লিটনের মধ্যে।
খুলনা সিটি কর্পোরেশন:
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থক তিনজন মেয়র প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। রোববার সকালে তিন জনের মধ্যে শফিকুল আলম মনা ও সেকেন্দার জাফরউল্লাহ খান সাচ্চু মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। ফলে প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে বিএনপি সমর্থিত মেয়র মনিরুজ্জামান মনি ও আওয়ামী লীগ সমর্থিত তালুকদার আব্দুল খালেকের মধ্যে। এছাড়া, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থক তিনজন মেয়র প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। রোববার সকালে তিন জনের মধ্যে শফিকুল আলম মনা ও সেকেন্দার জাফরউল্লাহ খান সাচ্চু মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। ফলে প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে বিএনপি সমর্থিত মেয়র মনিরুজ্জামান মনি ও আওয়ামী লীগ সমর্থিত তালুকদার আব্দুল খালেকের মধ্যে। এছাড়া, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বরিশাল সিটি কর্পোরেশন:
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির সমর্থিত প্রার্থী কামরুল আহসান শাহীন ও এবায়দুল হক চাঁন মেয়র পদ থেকে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির সমর্থিত প্রার্থী কামরুল আহসান শাহীন ও এবায়দুল হক চাঁন মেয়র পদ থেকে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।
তবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শওকত হোসেন হিরণ ও যুবলীগ নেতা মাহমুদুল হক মামুন দুজনের কেউই তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি। এ দুজন ছাড়াও বরিশাল সিটি কর্পোরেশনে নির্বাচনী লড়াইয়ে থাকছে জেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র আহসান হাবিব কামাল।
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন:
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থক চার জন মেয়র পদে মনোয়নপত্র পত্র জমা দেন। তবে কেন্দ্রীয় বিএনপির হস্তক্ষেপে রোববার সকালে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন নাসিম হোসাইন।
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থক চার জন মেয়র পদে মনোয়নপত্র পত্র জমা দেন। তবে কেন্দ্রীয় বিএনপির হস্তক্ষেপে রোববার সকালে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন নাসিম হোসাইন।
বিকেলে বিএনপির শামসুজ্জামান জামান ও আব্দুল কাইয়ূম জালালি পংকি মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। এছাড়া, জোটের সমঝোতার অংশ হিসেবে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন জামায়াতের নগর আমির এহসানুল মাহবুব জুবায়ের।
শেষ পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদের প্রতিদ্বন্দ্বিতা করবেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ও বিএনপি সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরী।
সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে সোমবার আনুষ্ঠানিকভাবে প্রচারণার অনুমতি দেয়া হবে। একই সাথে প্রতীকও বরাদ্দ দেয়া হবে।(আকিদুজ্জামান আকিব,পরিবর্তন)
খবর বিভাগঃ
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়