Saturday, May 18

আমরা যেকোনো স্থানে সংলাপে বসতে রাজি : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদপুর : সংসদের ভেতরে বা বাইরে যেকোনো স্থানে সংলাপে বসার জন্য সরকার রাজি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এবং এজন্য কাগজে বা চিঠি লিখে আমন্ত্রণ জানাতে হবে এমন কোনো কথা নেই বলেও জানান তিনি।

শনিবার চাঁদপুরের কচুয়া উপজেলায় ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, "সংসদের ভেতরে বা বাইরে যেকোনো স্থানে সংলাপে বসার জন্য আমরা বিরোধী দলকে আমন্ত্রণ জানিয়েছি। আর এজন্য কাগজে বা চিঠি লিখে আমন্ত্রণ জানাতে হবে এমন কোনো কথা নেই।"

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমরা সংলাপের বিষয়ে বারবার তাদের আমন্ত্রণ জানিয়েছি। আমরা বলেছি, আপনারা সমাজ ও দেশসহ যেকোনো বিষয়ে আলাপ করতে চান এর জন্য আমরা প্রস্তুত রয়েছি।"

এদিকে দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীর ভারতে থাকা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "তিনি নিজেই বলেছেন, স্বপ্রণোদিত হয়ে ভারতে গেছেন। সাক্ষ্য দেয়ার পর সেখানে তাকে শাস্তি দেয়া হয়েছে, এটা বিশ্বাসযোগ্য নয়।"

উল্লেখ্য, শুক্রবার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম স্পষ্ট জানিয়েছেন, সংসদের বাইরে বিরোধী দলের সঙ্গে কোনো সংলাপ হবে না। এছাড়া বৃহস্পতিবার রাতে ১৪ দলের বৈঠকেও সিদ্ধান্ত হয় বিরোধী দলকে সংলাপের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গত দুদিন বিভিন্ন অনুষ্ঠানে বিরোধী দলকে যা কিছু বলার সংসদে এসে বলতে আহ্বান জানিয়েছেন।

অনুষ্ঠানে চাঁদপুরের পুলিশ সুপার আমীর জাফর, কচুয়া উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন সোহাগ পাটওয়ারী, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূঁইয়া, কলেজের অধ্যক্ষ তাপস কুমার দত্তসহ উপস্থিত ছিলেন আরও অনেকে।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়