Thursday, May 23

শুভ বুদ্ধ পূর্ণিমা বৃহস্পতিবার

ঢাকা: বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা বৃহস্পতিবার। বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধের জন্মদিন। একই দিনে বুদ্ধের বোধি লাভ আর মহাপরিনির্বাণও হয়। দিনটির তাৎপর্য তাই বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে আরো বেশি। বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব পালন হয় এই দিবসটি ঘিরেই।
এ ধর্মাবলম্বীদের মতে, গৌতম বুদ্ধ এ দিনে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও সত্য অনুসন্ধানে সিংহাসনের মায়া ছেড়ে গৃহত্যাগ করেছিলেন।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।

রাজধানী ঢাকাসহ সারাদেশে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন বৌদ্ধ মন্দিরে আলোকসজ্জা, পবিত্র গ্রন্থ ত্রিপিটক থেকে পাঠ, উপাসনা ভঙ্গ এবং কঠিন চীবর দান, আলোচনাসভাসহ থাকছে বিভিন্ন আয়োজন। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালা আয়োজন করেছে।

খ্রিস্টপূর্ব ৫৬৩ সালের এ দিনে বর্তমান নেপালে শাক্যরাজ শুদ্ধোধন ও রানী মহামায়ার কোল আলো করে জন্ম নিয়েছিলেন সিদ্ধার্থ। জন্মের কিছু দিন পরই সিদ্ধার্থের মা ইহলোক ত্যাগ করেন। তখন মাসী মহাপ্রজাপতি গৌতমী সিদ্ধার্থের লালন-পালন করেন। এ কারণে সিদ্ধার্থ ‘গৌতম’ নামে পরিচিতি পান। গৌতম তাঁর জীবন দিয়ে প্রমাণ করেছেন ত্যাগেই জীবন সার্থক ও সুন্দর হতে পারে। তিনি হয়ে ওঠেন মুক্তির নির্দেশনাদাতা-গৌতম বুদ্ধ।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে দিনব্যাপী কর্মসূচি পালন করছে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। ধারাবাহিক কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, শান্তি শোভাযাত্রা, প্রদীপ পূজা ও শীল গ্রহণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বৌদ্ধ কৃষ্টি সংঘের সভাপতি শুদ্ধানন্দ মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি থাকবেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ এমপি। বিশেষ অতিথি থাকবেন সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ও মহাচীনের বুদ্ধ সমিতির সহসভাপতি ভেনারেবল চুন-ই, মহাসচিব ওয়ান জিয়ান প্রমুখ। আর সকালের ‘বুদ্ধের জীবন ও বাণী’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথি থাকবেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ড. ধর্মসেন মহাথেরো।

বুদ্ধ সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বানুতোষ মজুমদার ও সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি, হিন্দু বুদ্ধ ক্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিত্রয় মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তম, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, উষাতন তালুকদার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।
আদিত্য আরাফাত, সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়