Sunday, May 19

ব্রক্ষ্মপুত্রকে বাঁচাতে না পারলে পরিবেশ বিপর্যয়ের আশংকা

নরসিংদী: প্রাচ্যে মানচেষ্টার হিসেবে খ্যাত নরসিংদী সদর উপজেলার মাধবদী বাংলাদেশের মধ্যে একটি প্রসিদ্ধ এলাকা। শিল্প সমৃদ্ধ মাধবদী এলাকার কাপড় দেশের চাহিদা পূরণ করে  বিভিন্ন দেশে রপ্তানি হয়ে বিপুল পরিমানে বৈদেশিক মুদ্রা আয় করে। মাধবদীতে হাজার হাজার শিল্প কারখানা রয়েছে যাতে কাজ করে শুধু মাধবদী নয় সমগ্র বাংলাদেশের বিভিন্ন লোক জীবিকা নির্বাহ করে।মাধবদী শিল্প এলাকা হিসেবে বাংলদেশের মধ্যে বেশ সুনাম সুখ্যাতি রয়েছে।এখানে হাজারহাজার পাওয়ারলুম, সাইজিংমিল, স্পিনিং মিল, ডাইংফিনিশিং ও ছাপাখানা রয়েছে।মাধবদী বাজারে প্রায় ৩৫টি সরকারী বেসরকারী বানিজ্যিক ব্যাংকের শাখা রয়েছে যা বাংলা দেশের বিভাগীয় কোন কোন শহরেও নেই।স্কুল, কলেজ, মাদ্রাসা, শিশু শিক্ষাপ্রতিষ্ঠান বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান রয়েছে। এত কিছু থাকা সত্বেও পরিবেশগত দিক দিয়ে মাধবদী অনেক পিছিয়ে রয়েছে।খরস্রোতা বক্ষ্রপুত্র নদ যখন থেকে তার যৌবন হারাতে বসেছে তখন থেকেই মাধবদীর পরিবেশের আস্তে আস্তে বিপর্যয় শুরু হয়। মাধবদীর উপর দিয়ে প্রবাহিত বক্ষ্রপুত্র নদীতে পাল তোলা নৌকা চলত, জেলেরা নিত্য দিন মাছ ধরত আজ সেই নদী মৃত প্রায় যা কালের সাক্ষী হয়ে রয়েছে।

যেই নদীতে জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করত সেই নদীতে এখন মাছ দুরের কথা কোন জলজ প্রাণীই বাস করতে পারেনা।বিভিন্ন মিল কারখানা থেকে নিশ্রিত ক্যামিকেল মিশ্রিত বিষাক্ত পানি বক্ষ্রপুত্র নদীর পানি কে দূষিত করে ফেলেছে।এই বিষাক্ত পানির কারণে অত্র এলাকার বক্ষ্রপুত্র নদীতে জলজ কোন প্রণীর অস্তিত্ব লক্ষ্য করা যাচ্ছে না যার ফলে এলাকার পরিবেশ মারাত্বক হুমকির সম্মুখিন হয়ে পরেছে।নদীর এই দুর্দিনে এলাকার ভূমি খেকোরা বসে নেই তারা নেমেছে নদী দখলের প্রতিযোগীতায় । যার যে ভাবে খুশি নদী দখল করে নির্মাণ করছে বহু তল ভবন।পৌরসভার ময়লা ফেলে ভরাট করে ফেলেছে বক্ষ্যপুত্র নদ।এক দিকে ময়লা আবর্জনা অন্য দিকে বিষাক্ত পানির দুর্গন্ধে মাধবদীসহ আশপাশ এলাকার পরিবেশ বিষাক্ত হয়ে পরেছে।বিষাক্ত আবহাওয়ার কারনে ইতিমধ্যে এলাকায় বিভিন্ন রোগব্যাধি দেখা দিয়েছে।বিশেষ করে চর্মরোগ এবং হাপানির পদুর্ভাব বেশি।জরুরী ভিত্তিতে মাধবদীর উপর দিয়ে বয়ে যাওয়া বক্ষ্মপুত্র নদীর নাব্যতা ফিরিয়ে আনার ব্যাবস্থা করতে হবে এবং বিভিন্ন্ মিল কারখানা থেকে ক্যামিকেল মিশ্রিত বিষাক্ত পানি নদীতে নিশৃত হওয়া বন্দ্ব করতে হবে আর দখল মুক্ত করতে হবে নদীকে।তাহলেই বক্ষ্রপুত্র নদ বেঁচে যাবে ফিরে পাবে পুরানো যৌবন সুন্দর হবে মাধবদীর পরিবেশ। জরুরী ভিত্তিতে ব্রহ্মপুত্র নদীকে খনন করে নাব্যতা ফিরিয়ে আনতে না পরলে মাধবদীর পরিবেশ আরো ভয়াবহ আকার ধারণ করবে বলে সচেতন মহলের অভিমত।   (ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়