Tuesday, May 21

সজল খালেদ মৃত্যুর কাছে হেরে গেলেও জয় করেছেন এভারেষ্ট



মুন্সীগঞ্জ:  পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে নেমে আসার সময় সোমবার বাংলাদেশী সজল খালেদসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার তার মৃত্যুর খবর বাংলাদেশে পৌঁছলে স্বজন, প্রিয়জনসহ দেশবাসীর মাঝে শোকের ছায়া নেমে পড়ে। সজল খালেদের (ভাল নাম মোহাম্মদ খালেদ হোসাইন) গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের সিংপাড়া হাসারগাওঁ গ্রামে। তার পিতার নাম আলহাজ্ব আব্দুল আজিজ। মায়ের নাম মৃত হাজী সখিনা বেগম। তারা ৪ ভাই, ২ বোন। সজল ভাই বোনদের মধ্যে সবার ছোট বলে জানা গেছে।
এদিকে তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগরের সিংপাড়া হাসারগাওঁ গ্রামে হলেও মা-বাবাসহ পরিবারের সবাই দীর্ঘ বছর ধরে ঢাকায় বসবাস করছেন। অন্যদিকে সজল খালেদের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সিংপাড়া গ্রামে হলেও তার মৃত্যুর খবর এখনও গ্রামের অনেকেই জানে না। এমনকি শ্রীনগর থানা পুলিশের কাছেও এমন কোন বার্তা পৌছেনি বলে জানিয়েছেন শ্রীনগর থানার পরিদর্শক মো. সিদ্দিক। তবে তার স্বজনরা মৃত্যুর খবর পেয়ে শোকে কাতর হয়ে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছেন বলে সজল খালেদের ঘনিষ্ঠজন সূত্রে জানা গেছে।
(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়