Sunday, May 26

আদালতের নির্দেশেই তারেক রহমানের বিচার হবে : টুকু

ঢাকা : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মামলা পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী  শামসুল হক টুকু।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে মামলা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য বিদেশে গেছেন তিনি। আইনের চোখে তিনি অপরাধী। কিন্তু অনুমতি ছাড়াই তিনি এখন বিদেশে রয়েছেন।

প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, তার উচিত আদালতে আত্মসমর্পণ করে বিচার কার্যক্রম পরিচালনায় সহায়তা করা। তা যদি না হয় তাহলে আদালতের নির্দেশনা অনুযায়ী ইন্টারপোলের সহায়তা নিয়ে বিচারকাজ করা হবে। তবে আদালত যদি পলাতক হিসেবে বিচারকাজ চালাতে চান তাও সম্ভব।

তিনি বলেন, বিরোধী দল একদিকে সংলাপের কথা বলে অন্যদিকে হরতাল দিচ্ছে। হরতাল ডেকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার পাশাপাশি নাশকতা চালানো হচ্ছে। এ হরতাল দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।

টুকু বলেন, আগামী ৩ জুন সংসদ অধিবেশন শুরু হবে। সেখানেই নিরপেক্ষ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনা হবে। কিন্তু তারা হরতাল ডাকছে।

তিনি বলেন, হেফাজতকে সঙ্গে নিয়ে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা যাবে না। দেশে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করতে দেয়া হবে না।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়