Thursday, May 23

উপকূলে ৩ নম্বর সংকেত বহাল, সারাদেশে মুষল বৃষ্টি

ঢাকা: গভীর সঞ্চালনশীল মেঘমালার দাপটে বৃহস্পতিবারও উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। পাশাপাশি সারাদেশে হালকা, মাঝারি ও কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে রাজধানী ঢাকায় বুধবার মধ্যরাত থেকে বৃষ্টি হচ্ছে মুষলধারায়।

তবে সকাল সোয়া ৯টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ জানাতে পারেনি আবহাওয়া অফিস।

যদিও উপকূলবর্তী অঞ্চল চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রাখতে বলা হয়েছে বলে জানিয়েছে।

একই সঙ্গে খুলনা, পটুয়াখালী, নোয়াখালীতে দুই নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উপকূলীয় অঞ্চলে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

মুষলধারে বৃষ্টিপাত হওয়ায় রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় মিরপুর-৬ নম্বর সেক্টর, মোহাম্মদপুর, মতিঝিল, গুলশান-১, কাউলা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

মগবাজার, মালিবাগ, মিরপুরের শ্যাওড়াপাড়ায় রাস্তায় জমে যাওয়া পানিতে অনেক মোটর গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় সাত সকালেই যানজট তীব্র রূপ নেয়।

আবু তালহা, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়