Saturday, May 18

শেখ হাসিনা সরকার আবারও ক্ষমতায় আসবে : নৌ পরিবহণমন্ত্রী

সাতক্ষীরা: নৌ-পরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেছেন, আগামী নির্বাচনে শেখ হাসিনা সরকার আবারও ক্ষমতায় আসবে। আল্লাহ যতদিন চাইবে ততদিন হাসিনা সরকার ক্ষমতায় থাকবে। তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়ের সরকার। দেশে অনেক উন্নয়ন হয়েছে। বর্তমান সরকার ৪ বছরে বিএনপি’র ১৬ বছরের শাসনামলের চেয়ে দ্বিগুন কাজ করেছে।
শনিবার দুপুরে সাতক্ষীরার ভোমরা শুল্ক স্টেশনকে পূর্ণাঙ্গ স্থল বন্দরের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, ভোমরা বন্দরের উন্নয়নে যারা জমি দিয়েছেন ও আর্থিক ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের পরিবারের সক্ষমদের চাকুরি দেওয়াসহ আর্থিক সহায়তা প্রদান করা হবে। তিনি বলেন, বন্দরের উন্নয়নে আরো ২৫ একর জমি অধিগ্রহণ করা হবে। দাবী অনুয়ায়ী বন্দরে পুলিশ ফাড়ি ও ফায়ার ব্রিগেড এর ক্যাম্প স্থাপন করা হবে। ভোমরা বন্দরের সকল প্রকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী আরো বলেন, উন্নয়নের সরকার আওয়ামীলীগ সারা দেশে ইতোমধ্যে ৭ টি বন্দর নির্মান করেছে। যার মধ্যে ৪ টি চালু হয়েছে। তিনি বলেন, ১২৭ বছর আগে প্রতিষ্ঠিত চট্রগাম বন্দরকে আধুনিকায়ন করা হচ্ছে। বিগত কোন সরকার (আওয়ামীলীগ ছাড়া) বন্দরের উন্নয়নে কাজ করেনি। এছাড়া দেশের পদ্মা, মেঘনা, যুমনাসহ বহু নদ-নদীর স্রোতধারা ফিরিয়ে আনতে বর্তমান সরকারই একমাত্র উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে ড্রেজার মেশিন তৈরি করে নদী খননের কাজ করা হচ্ছে। আরো ড্রেজার তৈরি করে পর্যায় ক্রমে সকল নদ-নদী খনন করা হবে। নদী খননের জন্য ১১ হাজার ৪৭৩ কোটি টাকার বাজেট রাখা হয়েছে। যা ৫৪ টি নদী খননের জন্য ব্যয় করা হবে। তৈরি করা হয়েছে জাহাজ।
বিরোধী দলের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, রাজাকার, আলবদর, যুদ্ধাপরধীদের ভালবাসলে হবে না। ভালবাসতে হবে দেশকে, কাজ করতে হবে দেশের জন্য, দেশের মানুষের জন্য। যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধীরাই ১৮ দল তৈরি করেছে মন্তব্য করে মন্ত্রী বলেন, হরতালের নামে শ্রমিকদের হত্যা করা হচ্ছে, গাড়ীর ভিতরে আগুনে পুড়িয়ে মারা হচ্ছে চালক ও সাধারণ যাত্রীদের। ১৮ দল ১১ জন পুলিশকে পিটিয়ে হত্যা করেছে। পাকহাণাদার বাহিনীর সাথে ষড়যন্ত্র করে দেশের মঙ্গল করা যায় না এমন মন্তব্য করে মন্ত্রী বলেন, কয়লা ধুলে যেমন ময়লা যায় না তেমনি ৭১ এর মতো জামায়াতের চরিত্র এখনো পাল্টায়নি। তিনি বলেন, ৫ মে ঢাকায় হেফাজত হাজার হাজার কোরান শরীফ, তজবী, জায়নামাজ পুড়িয়েছে। তিনি বলেন, ইসলামের নামে অরাজকতা সৃষ্টি করেছে হেফাজত। বিরোধী দলকে সংসদে আসার আহবান জানিয়ে তিনি বলেন, সংবিধান অনুসরণ করে সরকার দেশ চালাবে এবং আগামী নির্বাচন করবে।
বাংলাদেশ স্থল বন্দর চেয়ারম্যান মোঃ মোয়েজ্জদ্দীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মন্ত্রীর যুগ্ম-সচিব সীমা শাহা, যুগ্ম-সচিব ও সদস্য ট্রাফিক আক্তারুজ্জামান, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি এমপি প্রকৌশলি মুজিবুর রহমান, সহ-সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুনছুর আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, পৌর মেয়র আব্দুল জলিল, সাতক্ষীরা জেলা প্রশাসক ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, ভোমরা সিএন্ডএফ এজেন্টস এ্যসোসিয়েশনের সভাপতি নিছার উদ্দিন, সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, ১৯৯৬ সালে তৎকালীন আওয়ামী সরকারের আমলে ভোমরা বন্দর শুল্ক ষ্টেশন হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৫ দশমিক ৭২ একর জমির উপর নির্মিত এই বন্দরে খরচ হয়েছে ২০ কোটি ৮৫ লাখ টাকা। যার মধ্যে ২ টি ওয়ারহাউজ, ওপেন ইয়ার্ড, ওয়েরিজ স্কেল, অফিস ভবন, ব্যারাকভবন, পাওয়ার হাউজসহ বিভিন্ন অবকাঠামো তৈরি হয়েছে। তৎকালীন ও বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভোমরা স্থল বন্দরের র্পূণাঙ্গ বন্দর হিসেবে উদ্বোধণ করলেন নৌ-পরিবহণ মন্ত্রী শাজাহান খান এমপি। মন্ত্রী ফলক উন্মোচনের পর ফিতা কেটে বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। (ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়