Friday, May 31

সংখ্যাগরিষ্ঠতার জোর দেখাবো না: সুরঞ্জিত


ঢাকা : দপ্তর বিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বিএনপিকে তাদের প্রস্তাব নিয়ে সংসদে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, আমরা সংখ্যাগরিষ্ঠতার জোর খাটাব না।
শুক্রবার শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের এই নেতা।
সভায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, সহকারী অ্যাটর্নি জেনারেল ইয়াদিয়া জামান, আওয়ামী লীগ মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নেতা ফেরদৌস খান আলমগীর প্রমুখ।
সংসদে সরকারি দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে ইঙ্গিত করে নির্দলীয় সরকারের প্রস্তাব সংসদে বিএনপি তুলবে না বলে মওদুদ আহমেদের বক্তব্যের প্রতিক্রিয়ায় ক্ষমতাসীন দলের নেতা এই নেতা আরো বলেন, “বিএনপি সংসদে কোনো প্রস্তাব নিয়ে এলে তা পার্লামেন্ট ভোটিংয়ে যাবে না। সংখ্যালঘু-সংখ্যাগুরু এক্ষেত্রে বিচার করা হবে না।
“বিএনপি অকারণে ভয় পাচ্ছে। সংসদে বিল এলেই ভোট হয় না। তারা অকুতোভয়ে যে কোনো প্রস্তাব নিয়ে সংসদে আসতে পারে।”
সংবিধানের পঞ্চদশ সংশোধনের ফলে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত হওয়ায় এখন নির্বাচিত অর্থাৎ আওয়ামী লীগ সরকারের অধীনেই নির্বাচন হবে।
দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না দাবি করে নির্বাচনকালীন নির্দলীয় সরকার পদ্ধতি সংবিধানে পুনঃস্থাপনের আহ্বান জানিয়ে আসছে বিএনপি।
তত্ত্বাবধায়কের দাবি নাকচ করলেও নির্বাচনকালীন সরকার নিয়ে প্রস্তাব সংসদে উপস্থাপনের জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়ে আসছে সরকার।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদের বৃহস্পতিবার দেয়া বক্তব্য বিএনপির নয় বলে মনে করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত।
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, “বিএনপির ভেতরে লুকিয়ে থাকা একটি স্বার্থান্বেষী মহল অকারণ ভয় দেখিয়ে তাকে (খালেদা) বিভ্রান্ত করছেন। বিএনপি চেয়ারপার্সনকে বলবো, এদের কথায় কান দেবেন না।”
অন্যদিকে সংলাপ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য স্বাগত জানান সুরঞ্জিত।
তিনি বলেন, “মওদুদের বক্তব্য দলের নয়। বিএনপির মহাসচিবের বক্তব্য যদি দলের হয়ে থাকে, তাহলে তাকে স্বাগত জানাবো। আপনারা সংসদে আসুন, আলোচনা করুন।”
মির্জা ফখরুল বৃহস্পতিবার বলেন, সংলাপ নিয়ে তারা আশাবাদী। তবে শুক্রবার তিনি সাংবাদিকদের বলেছেন, নিদর্লীয় সরকারের দাবি সরকার মানলে তবে তারা সংলাপে বসতে পারেন।
সুরঞ্জিত বলেন, “বিএনপির নেতাদের মধ্যে একেক জন একেক কথা বলছেন। এই পরস্পরবিরোধী বক্তব্যের মধ্যে কোনটা সঠিক?”
নিজের দলের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, “বর্তমান সাংবিধানিক কাঠামোর মধ্যে চলমান সঙ্কট নিরসনের পথ থুঁজতে হবে।”
সংসদ সদস্য এম কে আনোয়ার ও বরকতউল্লাহ বুলুর মুক্তির জন্য স্পিকারের পদক্ষেপ চেয়ে বিএনপির চিঠির প্রসঙ্গে সংসদ সদস্য সুরঞ্জিত বলেন, “পার্লামেন্ট কাউকে গ্রেপ্তার করে না, জামিনও দেয় না। এটা একেবারেই বিচার বিভাগের সিদ্ধান্ত এবং বিচার বিভাগ স্বাধীন। তাই স্পিকারের এখানে কিছু করার নেই।”(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়