ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হবেন তা আলোচনা করেই ঠিক করা যেতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
রোববার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় ধানমন্ডিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি বলেন, “আলোচনার জন্যই তো সংসদে আসার প্রস্তাব দেওয়া হয়েছে। বিরোধী দলের কোনো প্রস্তাব থাকলে সংসদে এসে বলতে হবে।”
অপর এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, “একটি নির্বাচিত সরকার আরেকটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। এ জন্য তো সংলাপের প্রস্তাব দেওয়া হয়েছে। আশা করি, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বিষয়টি উপলব্ধি করবেন।”(ডিনিউজ)
রোববার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় ধানমন্ডিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি বলেন, “আলোচনার জন্যই তো সংসদে আসার প্রস্তাব দেওয়া হয়েছে। বিরোধী দলের কোনো প্রস্তাব থাকলে সংসদে এসে বলতে হবে।”
অপর এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, “একটি নির্বাচিত সরকার আরেকটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। এ জন্য তো সংলাপের প্রস্তাব দেওয়া হয়েছে। আশা করি, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বিষয়টি উপলব্ধি করবেন।”(ডিনিউজ)
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়