Tuesday, May 21

স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা মানার যৌক্তিকতা নেই : দুদু

ঢাকা : ১৯ মে দেশে একমাসের জন্য সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিলেও রাতে বদলে যায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।

মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের চেয়াপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, "বিএনপি আইন মানে, সংবিধান মানে, একাত্তর মানে। কোনো অবস্থাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা মানার যৌক্তিকতা নেই।"

রোববার স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর চট্টগ্রামে এক অনুষ্ঠানে বলেছিলেন, 'আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে আগামী এক মাস কাউকে সভা-সমাবেশের অনুমতি দেওয়া হবে না।'

সরকার সন্ত্রস্ত- এমন মন্তব্য করে দুদু বলেন, "সরকারের একেক নেতা একেক রকম কথা বলছেন। উল্টাপাল্টা কথা বলে তারা বিভ্রান্ত করছেন। সরকার আতঙ্কিত ও বিভ্রান্ত হয়ে পড়েছে।         ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়