Friday, May 31

ফরিদপুরে নাইট কুইন ফুটেছে

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের ষ্টেডিয়াম এলাকায় বসবাসকারী ব্যবসায়ী সৈয়দ মোশাররফ হোসেন মুকুল ও শিক্ষিকা হাসিনা মমতাজ হ্যাপী’র বাসায় বৃহস্পতিবার রাতে দেখা মিললো নাইট কুইন ফুলের। প্রায় ৫ বছর আগে তারা নাইট কুইন ফুলের চারা রোপন করেছিল। ওই পরিবারের সদস্য নোশিন আনজুম স্বাক্ষর জানান গত কয়েকদিন ধরে কলি থেকে ধীরে ধীরে ফুঁটতে থাকা নাইট কুইন পরিপূর্ণতা পায় বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে। নাইট কুইন ফুল ফোটার খবর পেয়ে আশের পাশের অনেকেই এই বাড়িতে আসছে এই ফুল দেখার জন্য।
পরিবারটি জানিয়েছে, ২০০৮ সালের এপ্রিল মাসের চারা রোপন করা হয়। গত পাঁচ বছর ধরে টবে লাগানো গাছে পরিপূর্ণ ফুল ফোটে বৃহস্পতিবার রাতে। (ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়