ঢাকা : ভারতে সন্দেভাজন মাওবাদীদের হামলায় কংগ্রেসের দুই জ্যেষ্ঠ নেতাসহ অন্তত ২৯ জন নিহত হয়েছে। শনিবার ছত্তিশগড়ের প্রধান শহর রায়পুরের ৩৪৫ কিলোমিটার দক্ষিণে প্রায় ২৫০ মাওবাদী কংগ্রেস নেতাদের একটি গাড়িবহর লক্ষ্য করে হামলা চালায়। এতে রাজ্য কংগ্রেসের প্রধান নন্দ কুমার প্যাটেল, এবং জ্যেষ্ঠ নেতা মহেন্দ্র কর্মা, সাবেক পার্লামেন্ট সদস্য উদয় কুমার মুদালিয়ার নিহত হয়েছেন। অপহূত হয়েছেন প্যাটেলের পুত্র নন্দকুমার।
হামলার পর থেকে প্যাটেল নিখোঁজ ছিলেন। আজ রবিবার সকালে হামলাস্থলের কাছ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, স্থলমাইনের বিস্ফোরণ ঘটানোর পর বহরটি লক্ষ্য করে গুলিবর্ষণ করে হামলাকারীরা।(ডিনিউজ)
হামলার পর থেকে প্যাটেল নিখোঁজ ছিলেন। আজ রবিবার সকালে হামলাস্থলের কাছ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, স্থলমাইনের বিস্ফোরণ ঘটানোর পর বহরটি লক্ষ্য করে গুলিবর্ষণ করে হামলাকারীরা।(ডিনিউজ)
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়