Wednesday, May 22

শেরপুরে হাঁসের খামার করে জীবিকা নির্বাহ

শেরপুর: শেরপুরে রয়েছে অসংখ্য নদী-নালা আর খাল-বিল। জেলার এসব জলাশয়ে  গড়ে উঠেছে ছোট বড় শতাধিক হাঁসের খামার। হাজার হাজার হাঁস বিচরণ করছে এসব হাওর, বিল আর নদী নালায়। যেদিকে তাকানো যায় শুধু হাঁস আর হাঁস। হাঁসের খামার করে জীবিকা নির্বাহ করছে শেরপুরের শতাধিক পরিবার। পুরুষদের পাশাপাশি মহিলারাও এ কাজে জড়িত রয়েছেন। শেরপুর সদর, ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলায় রয়েছে অসংখ্য নদী ও জলাশয়। এসব এলাকায় হাঁস পালনে সমস্যা হচ্ছে না। তবে উঁচু এলাকায় যেখানে পানি কম থাকে সেখানে হাঁস পালনে সমস্যা হয়।
প্রাণীসম্পদ অফিস সূত্রে জানা যায়, জেলায় ছোট বড় শতাধিক হাঁসের খামার রয়েছে। হাঁসের খামার মালিকরা জানান, এখন হাঁস পালনে নানা সমস্যা দেখা দিচ্ছে। একদিকে  জেলায় হাঁসের বাচ্চা পাওয়া যাচ্ছে না  অপরদিকে শুকনো মৌসুমে নদী বা খাল বিলে পর্যাপ্ত পানি না থাকার কারণে হাঁসের বিচরণ সমস্যা হচ্ছে। শেরপুরে হ্যাচারি না খামার মালিকদের  দূর দূরান্ত থেকে বাচ্চা নিয়ে আসতে হয়। ফলে তাদের এ ব্যবসায় তেমন লাভ হচ্ছে  না। এছাড়া হাঁসের খাবারেরও রয়েছে সমস্যা । ঝিনুক বা শামুক এখন নদী বা খালে বিলে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি হাঁসের খামারিরা সরকারি পৃষ্ঠপোষকতা পাচ্ছে না। খামারিরা ব্যাংক থেকে সহজ শর্তে ঋন পেলে এ ব্যবসার উন্নয়ন করতে পারতো। প্রাণী সম্পদ কর্মকর্তা জানান,  হাঁসের খামারে যাতে কোনো রোগ বালাই না দেখা দেয় সেজন্য গ্রামে হাঁস মুরগির টিকা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। শত শত পুরুষ ও মহিলাকে টিকা প্রদান সংক্রান্ত প্রশিক্ষন দেয়া হয়েছে। শেরপুরের বেশির ভাগ হাঁসের খামারগুলোতে মহিলারা কাজ করছেন। এতে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। এদিকে জেলায় শতাধিক  হাঁসের খামারে ডিমও পাওয়া যাচ্ছে প্রচুর। আর প্রতিদিন হাজার হাজার ডিম শেরপুর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।
শাহরিয়ার মিল্টন,ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়