Tuesday, May 28

কানাইঘাটের নূর মিয়া হত্যাকান্ডের দুই আসামী ঢাকা থেকে গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক:
 কানাইঘাট উপজেলার লামাদলইকান্দি গ্রামের মৃত সামছুল হকের পুত্র নূর মিয়া (৩০) হত্যাকান্ডের সাথে জড়িত ঢাকা থেকে গ্রেফতারকৃত দুই আসামীকে কানাইঘাট থানা পুলিশ আজ আদালতের মাধ্যমে দু’দিনের পুলিশি রিমান্ডের জন্য থানায় নিয়ে এসেছে। নৃশংসভাবে হত্যাকান্ডের শিকার নূর মিয়ার খুনীরা হত্যার পর থেকে এলাকা থেকে পালিয়ে অন্যত্র আশ্রয় নেয়। কয়েকদিন পূর্বে মামলার তদন্তকারী কর্মকর্তা হত্যাকান্ডের মূলপরিকল্পনাকারী একই গ্রামের মৃত ইসলাম উদ্দিনের পুত্র শিব্বির আহমদ (৩৫) কে গ্রেফতার করে। গ্রেফতারের পর সে সিলেটের বিজ্ঞ আদালতে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। নিহতের আত্মীয়-স্বজনদের গোপন সংবাদের ভিত্তিতে এবং তাদের সহযোগিতায় গত ১৩ মে গভীর রাতে এক অভিযান চালিয়ে ঢাকার উত্তরা মডেল থানা পুলিশ উত্তরার ৪-৬নং এলাকা থেকে নূর মিয়া হত্যাকান্ডের এজাহারভুক্ত আসামী উপজেলার আগতালুক গ্রামের নূর উদ্দিনের পুত্র আব্দুল্লাহ (২৫) এবং একই এলাকার নিজ মাঝকান্দি গ্রামের ফয়জুল হোসেনের পুত্র জসিম উদ্দিন (২০) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী আব্দুল্লাহ ও জসিমকে ১৪ মে উত্তরা মডেল থানা পুলিশ আদালতের মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সোপর্দ করে।  পরবর্তীতে আইনী প্রক্রিয়ার মাধ্যমে এ দু’আসামীকে সিলেট কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা হয়। এ দিকে নূর মিয়া হত্যাকান্ডের সাথে জড়িতদের সনাক্ত করতে ঢাকা থেকে গ্রেফতারকৃত এ দু’আসামীর ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা কানাইঘাট থানার এসআই মুশাররফ হোসেন সিলেটের বিজ্ঞ আদালতে আবেদন করলে আদালত গতকাল তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড মঞ্জুরের পর আসামী আব্দুল্লাহ ও জসিমকে আজ থানায় নিয়ে আসা হয়।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়