Monday, May 20

ইরাকে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৫৪

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদে পর পর পাঁচটি গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৫৪ জন নিহত হয়েছে। ইরাকে কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানায়, এই সিরিজ বোমা হামলায় আহত হয়েছে আরো প্রায় দুই শতাধিক।

এছাড়া বাগদাদের আরো বেশ কয়েকটি শহরে বিস্ফোরণেরও সংবাদ পাওয়া গেছে। সোমবার দুপুরে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রথম বোমা বেস্ফারণের ঘটনাটি ঘটে দক্ষিণাঞ্চলীয় শহর বসরার বাসস্ট্যান্ড ও রেস্টুরেন্টে।

শিয়া মুসলিম ‍অধ্যুষিত এ এলাকায় বোমা হামলার ঘটনা ইরাকের অন্যান্য এলাকার চেয়ে কম হয়ে থাকে বলে সংবাদ মাধ্যম জানায়।

চলতি বছরের মার্চে শহরটিতে বোমা বিস্ফোরণে ১০ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয় অনেকে। এছাড়া গত শনিবার বন্দুকধারীর গুলিতে একজন সুন্নি ধর্মযাজকও নিহত হন।

সাম্প্রতিক সময়ের এই ধরনের হামলা দেশটির শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক এবং সাম্প্রদায়িক উত্তেজনারই ফল বলেই ধারণা করা হচ্ছে।

এদিতে গত রোববার ইরাকের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় ১০ জন পুলিশ নিহত হওয়ার ঘটনায় সুন্নি বিদ্রোহীদের উপর দোষ দিয়েছে কর্তৃপক্ষ।

ইরাকি জনগন গত পাঁচ বছরে এরকম হামলার ঘটনা প্রত্যক্ষ করেনি। সাম্প্রতিকালের হামলা দেশটি ২০০৬-২০০৭ সালে সাম্প্রদায়িক হামলার কথা মনে করিয়ে দিচ্ছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়