Friday, May 17

উত্তরায় বাসচাপায় নিহত ২

ঢাকা : রাজধানীর উত্তরায় বাসচাপায় অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি নিহত হয়েছেন।

নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাস জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উত্তরা পশ্চিম থানা এলাকার জসিমউদ্দীন রোডে রাস্তা পার হওয়ার সময় যাত্রিবাহী বলাকা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।

এসআই জানান, ঘাতক বাসের চালক লোকমান হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

পুলিশ জানায়, বেলা সাড়ে ৩টা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের বয়স আনুমানিক ৩২ ও ৩৩ বছর।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়