Friday, May 31

বায়ার্নের সামনে এখন ট্রেবল জয়ের সম্ভাবনা


ঢাকা : বায়ার্ন মিউনিখ এর সামনে এখন ট্রেবল জয়ের হাতছানি। তাদের যে অবস্থা এটা অসম্ভব নয় বরং আবশ্যই সম্ভব। শনিবার জার্মান কাপের ফাইনালে স্টুটগার্ট এফসিকে হারাতে পারলেই  ট্রেবল  জিতবে বায়ার্ন মিউনিখ। এমনকি এএফসি  পোকালে জিতলেই ক্লাবটির ইতিহাসে স্বর্ণাক্ষরে নিজের নাম লেখানোর সুযোগ থাকছে বর্ষীয়ান কোচ জুপ হেইঙ্কেসেরও। কারণ, এই প্রথম ক্লাবটির সামনে ট্রেবল জয়ের হাতছানি দেখা দিয়েছে।
পরিসংখ্যানে দেখা যায় , ১৯৬৫-১৯৭৯ এই পনেরোটি বছর বায়ার্নের স্বর্ণ যুগ। ১৯৭৪, ১৯৭৫ ও ১৯৭৬ পরপর তিন বার ইউরোপের সেরা ক্লাবের খেতাব জিতেছে মিউনিখের এই ক্লাবটি। কিন্তু ত্রিমুকুট (ট্রেবল) অধরাই থেকে গেছে বায়ার্নের কাছে। ফ্রেঞ্চ বেকেনবাওয়ার ও গার্ড মুলারদের মত কিংবদন্তীরাও ক্লাবটিকে ত্রিমুকুট এনে দিতে পারেনি। এখন দেখাই যাক ফিলিপ লাম-আরিয়েন রোবেন-ফ্রাঙ্ক রিবেরিদের সম্বনয়ে গড়া নতুন  প্রজন্ম ক্লাবটিকে কতটুকু দিতে পারে।
শনিবারের ফাইনাল প্রসঙ্গে জুপ হেইঙ্কেস বলেন, চ্যাম্পিয়নস লিগ জয় দ্রুত ভুলে যেতে চাইছি আমরা। এখন লক্ষ্য, জার্মান কাপ জেতা। গোটা মৌসুমে ছেলেরা দুর্দান্ত পারফর্ম করেছে। এবার শেষটা ভালো হলেই হয়। তবে দল হিসেবে স্টুটগার্ট যথেষ্ট শক্তিশালী। ওদের হালকাভাবে দেখছি না।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়