ধামইরহাট (নওগাঁ) : ‘ওকি গাড়িয়াল ভাই’ হাঁকাও গাড়ি তুই চিলমারীর বন্দরে ...। জনপ্রিয় এই গানটি আজো আছে, কিন্তু নেই গাড়িয়াল ভাই। ধামইরহাট উপজেলার সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়িও বিলুপ্তি প্রায়। কালের বিবর্তনে গরুর গাড়ি বিলুপ্তি হতে চললেও ইদানিং উপজেলায় জনপ্রিয়তা পাচ্ছে ঘোড়ার গাড়ি। গ্রামাঞ্চলে বহুল ব্যবহৃত পাকা রাস্তা দিয়ে কাঠের তৈরি চাকার চলাচল নিষেধ থাকায় ও গরু মহিষের মূল্য বৃদ্ধি পাওয়ায় গাড়োয়ানরা গরুর গাড়ির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন। তবে গ্রাম-গঞ্জে ভ্যান, রিকশা ও ঠেলাগাড়ির পাশাপাশি ঘোড়ার গাড়ির প্রচলন শুরু হয়েছে। বিশেষ করে ঈদের দিন কিংবা বিভিন্ন অনুষ্ঠানে কদর বাড়ে ঘোড়ার গাড়ির। ইদানিং ধামইরহাট উপজেলায় শুধু মানুষ নয় ঘোড়ার গাড়িতে কাঁচা তরকারি বহন করতেও দেখা যাচ্ছে।
(ডিনিউজ)
(ডিনিউজ)
খবর বিভাগঃ
ফিচার
ফিচার পাতা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়