Tuesday, May 21

নৌকায় ভোট দেয়ার আহবান জানালেন খাদ্যমন্ত্রী

পটুয়াখালী: যখনই এদেশে দুর্যোগ আসে, তখনই আওয়ামী লীগ সরকার জনগণের পাশে দাঁড়ায়। আওয়ামী লীগ সরকার বিগত দিনে জনগণের পাশে ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। মঙ্গলবার রাঙ্গাবালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুর্গতদের মাঝে ত্রান বিতরণকালে খাদ্যমন্ত্রী ড. আঃ রাজ্জাক  এ কথা বলেন।
তিনি বলেন, ৭০’র বন্যার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান উপকুলের মানুষের  জন্য ব্যাপক ত্রান বিতরণ করেছিলেন। বর্তমানে বাংলার প্রধান মন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্থদের পাশে এসে দাঁড়িয়েছি। আগামীতে এর ধারাহিকতা ধরে রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি একান্ত সচিব ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম- মহাসচিব মাহাবুউল আলম হানিফ, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এ্যাড. মোঃ আফজাল হোসেন, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক ফরিদুন্নাহার লাইলী এম.পি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশারফ হোসেন, জেলা প্রশাসক অমিতাভ সরকার, পুলিশ সুপার মোঃ রফিকুল হাসান গনি, রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব চান প্রমুখ। পরে দুর্গতদের মাঝে এান বিতরণ ও  সাগর  উপকূলের নৌ-বাহিনীর জাহাজ নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। (ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়