নিজাম উদ্দিন:
সিলেটের বিভিন্ন উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনসাধারণের মধ্যে উৎকন্ঠা বিরাজ করলেও দেশের চলমান রাজনৈতিক সার্বিক পরিস্থিতির মধ্যে কানাইঘাট উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে থানা পুলিশ জনসাধারণের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলে জনগণের জানমালের নিরাপত্তা বিধানে বিভিন্ন ধরণের কৌশল গ্রহণ করে কাজ করে যাওয়ায় আইন-শৃঙ্খলার উন্নতি হয়েছে বলে জনসাধারণের সাথে কথা বলে জানা গেছে। বিশেষ করে প্রবাসী অধ্যুষিত কানাইঘাটে অতীতে প্রায়ই দুর্ধর্ষ ডাকাতি, গরু চুরি, সিদকে চুরি, হত্যা, ধর্ষণসহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকান্ড সংগঠিত হলেও বর্তমানে থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই এ থানায় যোগদানের পর থেকে তাঁর চৌকুষ নেতৃত্বে কারণে ডাকাতি, গুরু চুরি, খুন-খারাপী, ধর্ষণ, নারী নির্যাতনসহ বড় ধরণের অপরাধমূলক কর্মকান্ড ব্যাপক হ্রাস পেয়েছে। অপরদিকে উপজেলা সদর, গাছবাড়ী বাজার, চতুল বাজারসহ বিভিন্ন স্থানে পূর্বে প্রকাশ্যে মাদক ও গাঁজা ব্যবসা, মাদকসেবীদের উৎপাত মারাত্মক হারে বাড়লেও ওসি আব্দুল হাই থানায় যোগদানের পর থেকে মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও জুয়াড়িদের তৎপরতা বন্ধ করতে সম হয়েছেন। চিহ্নিত ডাকাত, চোর ও অপরাধীদের এলাকাভিত্তিক চিহ্নিত করে ইতিমধ্যে অনেক দুর্ধর্ষ অপরাধীকে গ্রেফতার, প্রতিনিয়ত ওয়ারেন্টভুক্ত আসামীদের ধরে আদালতে সোপর্দ ও অপরাধীদের ব্যাপারে পুলিশের দুরদর্শিতার কারণে আইন-শৃঙ্খলার উন্নতি হয়েছে বলে সচেতন মহল মনে করেন। থানায় বিভিন্ন কারণে আইনী সেবা নিতে আসা অভিযোগকারীদের সাথে কথা বলে জানা গেছে তারা থানায় গিয়ে অফিসার ইনচার্জ আব্দুল হাইর কাছ থেকে তাৎণিক পুলিশী সেবা ও বন্ধুসুলভ ব্যবহার পাচ্ছেন। তাদের অভাব অভিযোগের কথা শুনে দ্রুত পদপে নেয়ায় অনেকে তাৎণিক প্রতিকার পাচ্ছেন। বিশেষ করে ওসি আব্দুল হাই থানায় যোগদানের পর থেকে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা জুড়ে পুলিশের কয়েকটি টিমের মাধ্যমে অতিরিক্ত পেট্রোল ডিউটির ব্যবস্থা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের নেতাদের সুপরামর্শ নিয়ে কাজ করে যাওয়ায় অতীতের যেকোন সময়ের চাইতে বর্তমানে কানাইঘাটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক উন্নতি হয়েছে। পাশাপাশি কমিউনিটি পুলিশিং কমিটি ও গ্রামপুলিশের তৎপরতা বাড়ানোর জন্য প্রত্যেক মাসে থানা পুলিশ তাদের কর্মকান্ডের সার্বিক মনিটরিং করায় গ্রামভিত্তিক অপরাধমূলক কর্মকান্ড কমেছে। এব্যাপারে ওসি আব্দুল হাই’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জনসাধারণের জানমালের নিরাপত্তা, শান্তি নিশ্চিত করাই হচ্ছে পুলিশে কাজ। কানাইঘাটে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য তিনি এলাকার রাজনৈতিক মহল, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের কাছ থেকে ব্যাপক সহযোগিতা পাচ্ছেন, বিধায় পুলিশ তার পেশাগত দতার মাধ্যমে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে সম হয়েছে উল্লেখ করে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়