Friday, May 17

সাভারে গাড়ি ছিনতাই কালে পুলিশসহ আটক ২

সাভার : সাভারে রাস্তায় ব্যারিকেড দিয়ে প্রাইভেটকার ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় পুলিশসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে সাভারের জোরপুল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বরিশাল জেলার উজিরপুর থানার অনুয়া গ্রামের মৃত আজহার আলী হাওলাদারের ছেলে ডিএমপি পুলিশের নায়েক হেমায়েত উদ্দিন (৪০) ও গাজীপুর জেলার জয়দেবপুর থানার কলমেশ্বর গ্রামের কদম আলীর ছেলে ছিনতাইকাজে ব্যবহৃত গাড়ির চালক কবীর হোসেন (৩৬)।

ছিনতাই হওয়া গাড়ির মালিক আমিনুর রহমান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে ব্যবসায়ীক কাজ শেষ করে ঢাকা থেকে সাভারে নিজ বাড়িতে আসার পথে বলিয়াপুর এলাকার মধুমতি মডেল টাউনের সামনে একটি নোয়া গাড়ি (ঢাকা মেট্রো-চ-৫১-৮১৩১) দিয়ে পুলিশ পরিচয় দিয়ে ৪ জন লোক আমার টয়োটা করোলা গাড়িটি (ঢাকা মেট্রো-গ-১৩-১৮৪৩) ব্যারিকেড দেয়। এ সময় তারা আমার গাড়ির কাগজপত্র দেখতে চায় এবং আমাকে নিজ গাড়ি থেকে নামিয়ে তাদের গাড়িতে ওঠায়। পরে তাদের একজন আমার গাড়ি নিয়ে চলে গেলে আমি চিৎকার-চেঁচামেচি করতে থাকি।

এরপর চালকসহ বাকী তিন জন আমাকে নিয়ে সাভারের দিকে আসার সময় সাভার থানা পুলিশের টহল টিম গাড়ির ভিতর ধস্তা-ধস্তি করার বিষয়টি বুঝতে পেরে জোরপুল এলাকায় ব্যারিকেড দিয়ে গাড়িটি থামালে আমার দুই পাশ থেকে দুইজন নেমে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মশিউদ্দৌলা রেজা  জানান, রাস্তায় ব্যারিকেড দিয়ে গাড়ি ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত একটি নোয়া গাড়িসহ দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের মধ্যে একজন ডিএমপি পুলিশের নায়েক বলে জানা গেছে। (ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়