Thursday, May 23

তামেরলানের ‘বন্ধু’কে মেরে ফেলল এফবিআই

ঢাকা: যুক্তরাষ্ট্রের বোস্টন ম্যারাথনে বোমা হামলার ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের সময় গুলি করে হত্যা করেছে এফবিআইয়ের তদন্তকারীরা। বুধবার ফ্লোরিডার অরল্যান্ডোতে ইব্রাগিম তোদাশেভকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।

যুক্তরাষ্ট্রের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, ইব্রাগিম তোদাশেভ জাতে একজন চেচনীয়। এফবিআইয়ের দাবি, ২৭ বছর বয়সী ইব্রাহিম সন্দেহভাজন বোস্টন হামলাকারী তামেরলান সারনায়েভের বন্ধু।

এফবিআই কর্মকর্তাদের দাবি, ইব্রাগিম তোদাশেভ ধারালো ছুরি দিয়ে আঘাত করলে আত্মরক্ষার্থে গুলি ছুড়ে তদন্তকারীরা। তবে তামেরলানের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি পরিষ্কার করেননি তারা। কোন কর্মকর্তা গুলি করেছে সেটি স্পষ্ট করেনি এফবিআই। তবে জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় ম্যাসাচুসেটস রাজ্যের পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এফবিআই জানিয়েছে, তাদের এক এজেন্টকে আশঙ্কাজনক নয় এমন আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। সংস্থার একটি দলকে গুলির ঘটনার বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া মেনেই গুলি করা হয়েছে কিনা-সেটি খতিয়ে দেখবে দলটি।

আইন-শৃঙ্খলা বাহিনীর দুই কর্মকর্তা জানিয়েছেন, ছুরি দিয়ে এফবিআই এজেন্টকে হামলার পরেই তোদাশেভকে গুলি করা হয়।

এক বিবৃতিতে এফবিআই জানিয়েছে, ওই এজেন্ট ও ম্যাসাচুসেট অঙ্গরাজ্যের দুই পুলিশ কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তারা ইব্রাগিমকে জিজ্ঞাসাবাদ করছিলেন। এরই এক পর্যায়ে সে সহিংস আচরণ শুরু করে। ওই সময় তাকে (তোদাশেভকে) গুলি করা হয়।

তোদাশেভের বন্ধু খুশেন তামারোভ বলেন, তোশাদেভ চিন্তিত ছিল আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ নিয়ে। খুশেন বলে, “এটিই ছিল শেষ ঘটনা যা আমি ভেবেছিলাম। এ নিয়ে আমাদের করার কিছুই নেই। তারও করার কিছুই নেই।”

ফ্লোরিডা নিউজ ১৩ নামের একটি মার্কিন সংবাদ মাধ্যমকে খুশেন জানায়, বোস্টন বোমা হামলার পর থেকেই এফবিআই ইব্রাগিমের পিছু নেয় এবং জিজ্ঞাসাবাদ শুরু করে।

সে আরও  বলে, “বোমা হামলার পরের দিন থেকে তারা (এফবিআই) আমাদের জিজ্ঞাসাবাদ শুরু করল। বোমা হামলা নয়, বোমা হামলাকারীর চেচেন এটি উদ্ঘাটন হওয়ার পর তারা আমাদের পিছু নেয়।”

সে আরও জানায়, বোস্টন বোমা হামলার আগেই চেচনিয়ায় যাওয়ার জন্য বিমানের যে টিকেট ইব্রাগিম কিনেছিলেন সেটি বাতিল করতে চাপ দেয় এফবিআই।

সাঈদ দুনকায়েভ নামে ইব্রাগিমের আরেক বন্ধু জানিয়েছে, অরল্যান্ডোর উপশহর কিসসিমে অন্যান্য চেচনীয়দের একটি গ্রুপের সঙ্গে বিভিন্ন সময় থাকতে সে।

সাঈদের দাবি, ইব্রাগিম ভালো ছিল, তার মধ্যে খারাপ কিছু ছিল না।

মার্কিন সংবাদ সংস্থা এপি জানিয়েছে, চলতি মাসে অরল্যান্ডোতে একটি বিপণিবিতানে গাড়ি পার্ক নিয়ে ঝামেলায় জড়ানোয় ইব্রাগিমকে আটক করা হয়েছিল। ওই সময় আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। সরকারি নথিতে দেখা গেছে, মার্শাল আট ইব্রাগিম বোস্টনের বাইরে ওয়াটার টাউনে গত বছর বাস করেছিল।

১৫ এপ্রিল ম্যাসাচুসেটসের বোস্টনে ম্যারাথন চলাকালে জোড়া বোমা হামলায় তিন জন নিহত ও ২৬৪ জন আহত হয়। ১৯ এপ্রিল পুলিশের গুলিতে নিহত হয় সন্দেহভাজন তামেরলান সারনায়েভ। এর একদিন পরে তামেরলানের ছোট ভাই জোখার সারনায়েভকে গুরুতর আহত অবস্থায় গ্রেফতার করে পুলিশ। সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড হবে জোখারের।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়