Monday, May 20

নির্বাচনী সরকার: গণভোটে মত আকবর আলির

ঢাকা : আকরবর আলি খান বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক নেতৃবৃন্দ যেভাবে কথা বলেন তার পরিবর্তন করতে হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময়কার সরকার নির্ধারণে প্রয়োজনে গণভোটের আয়োজন করা যেতে পারে বলে মনে করেন বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান।

সোমবার রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘শর্তহীন সংলাপ ও নিরপেক্ষ নির্বাচন’ শীর্ষক এক ছায়া সংসদে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

আকরবর আলি খান বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক নেতৃবৃন্দ যেভাবে কথা বলেন তার পরিবর্তন করতে হবে। তা না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনকালীন সরকার পদ্ধতি নির্ধারণে প্রধান দলগুলোর মধ্যে সমঝোতা হবে না।

তিনি বলেন, সমঝোতার জন্য সংলাপ প্রয়োজন। আর সংলাপের জন্য প্রস্তুতিও দরকার। অতীতে সমস্ত সংলাপ ব্যর্থ হওয়ার কারণ হলো প্রস্তুতির অভাব।

মন-মানসিকতা পরিবর্তনের আহ্বান জানিয়ে আকবর আলি খান বলেন, সবাইকে কিছু ছাড় দিতে হবে,কিছু গ্রহণ করতে হবে। এ নিয়ে প্রয়োজনে জনমত যাচাইমূলক গণভোট আয়োজন করা যেতে পারে।

বসুন্ধরা সিটিতে অনুষ্ঠিত এই ছায়া সংসদে মক স্পিকার হিসেবে অনুষ্ঠান পরিচালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

‘যুক্তির আরশিতে বিম্বিত হোক আগামীর সংসদ’ এই  স্লোগানে অনুষ্ঠিত ছায়া সংসদে সরকারি দল এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশকে পরাজিত করে বিরোধীদল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

ড. আকবর আলী খান বলেন,বাংলাদেশের ইতিহাসের এই ক্রান্তিলগ্নে সংলাপ খুবই জরুরি। দুর্ভাগ্যবশত বাংলাদেশের রাজনৈতিক আকাশে কখনো কালো মেঘ আবার কখনো আলোর রেখা দেখা যায়। আমাদেরকে এর উত্তরণ ঘটাতে হবে।

তিনি বলেন, রাজনৈতিক সমঝোতার মাধ্যমে আগামী নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হবে। প্রধান রাজনেতিক দলগুলোর সংলাপের মাধ্যমেই বর্তমান সঙ্কটময় পরিস্থিতির সমাধান করতে হবে।
আকবর আলি খান বলেন,রাজনৈতিক পরিস্থিতির দিক থেকে পৃথিবীর ২০০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন ১০ এর মধ্যে। এই পরিস্থিতির জন্য আমরা যারা মুক্তিযোদ্ধা ছিলাম তাদের মনোবেদনা রয়েছে অনেক। কারণ লাল সবুজের পতাকা আমরা ছিনিয়ে এনেছিলাম।

হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন,আলোচনার মধ্য দিয়ে সঙ্কটের চির অবসান ঘটুক। তৈরি হোক নতুন এক বাংলাদেশের এগিয়ে যাওয়ার প্রেক্ষাপট।(ডিনউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়