Friday, May 31

আ’লীগ নেতা সুবহানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রতিবাদ সভা


নিজস্ব প্রতিবেদক:
 কানাইঘাট সাতবাঁক ইউপি আ’লীগের অন্যতম নেতা প্রতিপরে হাতে নির্মমভাবে নিহত আব্দুস সুবহানের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এক প্রতিবাদ ও স্মরণসভা আজ শুক্রবার বিকেল ৩টায় স্থানীয় ভবানীগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়। আ’লীগ নেতা মঈন উদ্দিন মেম্বারের সভাপতিত্বে এবং ছাত্রলীগ নেতা ফরহাদ আহমদের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতবাঁক ইউপি আ’লীগের সভাপতি হাজী মখদ্দুছ আলী, আ’লীগ নেতা আব্দুন নুর মেম্বার, আবুল আহমদ মেম্বার, যুবলীগ নেতা আশিকুর রহমান বুলবুল, জেলা ছাত্রলীগ নেতা ফারুক আহমদ। বক্তব্য রাখেন, সেবুল আহমদ, ফখরুল ইসলাম, কাওছার আহমদ, মুমিন আহমদ, মওদুদ আহমদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, আজ থেকে দুই বছর পূর্বে ভবানীগঞ্জ বাজারে প্রকাশ্যে সন্ত্রাসীরা কুপিয়ে আ’লীগ নেতা আব্দুস সুবহানকে নির্মমভাবে হত্যা করলেও খুনীরা বুক ফুলিয়ে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মামলার বিচার শুরু হওয়ার মূহূর্তে দুই পলাতক আসামী ও মামলার অন্যান্য জামিনপ্রাপ্ত আসামী তাদের স্বজনরা মামলার বাদী নিহত সুবহানের কুয়েত প্রবাসী পুত্র মামুন রশিদ ও স্বাক্ষীদরে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এমতাবস্থায় খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি বাদী ও স্বাক্ষীদের নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবী জানিয়েছেন। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়