ঢাকা: টয়লেট পেপার সংকট থেকে মুক্তি পেতে তিন কোটি ৯০ লাখ পেপার রোল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে ভেনেজুয়েলার জাতীয় পরিষদ।
টয়লেট পেপারের ঘাটতি দূরীকরণে দেশটির আইনপ্রণেতারা বাণিজ্য মন্ত্রণালয়কে সাত কোটি ৯০ লাখ ডলার বরাদ্দের একটি বিল পাস করেছেন। এই অর্থ টয়লেট পেপারের পাশাপাশি টুথপেস্ট ও সাবান কেনার জন্যও ব্যয় করা হবে। উল্লেখ্য, এই পণ্যগুলো বর্তমানে ভেনেজুয়েলার বাজারগুলোতে খুব কম পাওয়া যাচ্ছে।
তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলা এসব পণ্য আমদানি করতে চাইলেও মুদ্রা নিয়ন্ত্রণের কারণে বিদেশি পণ্যের মূল্য পরিশোধের ক্ষেত্রে বেশকিছু সীমাবদ্ধতা রয়েছে।
এপ্রিলে দায়িত্ব নেওয়া দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো প্রয়োজনীয় এই পণ্যগুলোর সংকটের জন্য বিরোধী দল এবং সমাজের উচ্চস্তরের লোকদের দায়ী করেছেন।
প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ প্রয়াত কিংবদন্তি নেতা হুজো শ্যাভেজের নীতি মেনে দেশ চালানোর প্রতিশ্রুতি করেছেন।
কিন্তু বিশ্লেষকেরা বলছেন, সরকার রাষ্ট্রের ওপর অর্থনৈতিক নিয়ন্ত্রণ আরোপ করায় রাষ্ট্রে ভারসাম্যহীনতার সৃষ্টি হচ্ছে। আর এ কারণেই প্রয়োজনীয় পণ্যগুলোর সংকট দেখা দিচ্ছেবাংলানিউজটোয়েন্টিফোর.কম
টয়লেট পেপারের ঘাটতি দূরীকরণে দেশটির আইনপ্রণেতারা বাণিজ্য মন্ত্রণালয়কে সাত কোটি ৯০ লাখ ডলার বরাদ্দের একটি বিল পাস করেছেন। এই অর্থ টয়লেট পেপারের পাশাপাশি টুথপেস্ট ও সাবান কেনার জন্যও ব্যয় করা হবে। উল্লেখ্য, এই পণ্যগুলো বর্তমানে ভেনেজুয়েলার বাজারগুলোতে খুব কম পাওয়া যাচ্ছে।
তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলা এসব পণ্য আমদানি করতে চাইলেও মুদ্রা নিয়ন্ত্রণের কারণে বিদেশি পণ্যের মূল্য পরিশোধের ক্ষেত্রে বেশকিছু সীমাবদ্ধতা রয়েছে।
এপ্রিলে দায়িত্ব নেওয়া দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো প্রয়োজনীয় এই পণ্যগুলোর সংকটের জন্য বিরোধী দল এবং সমাজের উচ্চস্তরের লোকদের দায়ী করেছেন।
প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ প্রয়াত কিংবদন্তি নেতা হুজো শ্যাভেজের নীতি মেনে দেশ চালানোর প্রতিশ্রুতি করেছেন।
কিন্তু বিশ্লেষকেরা বলছেন, সরকার রাষ্ট্রের ওপর অর্থনৈতিক নিয়ন্ত্রণ আরোপ করায় রাষ্ট্রে ভারসাম্যহীনতার সৃষ্টি হচ্ছে। আর এ কারণেই প্রয়োজনীয় পণ্যগুলোর সংকট দেখা দিচ্ছেবাংলানিউজটোয়েন্টিফোর.কম
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়