ঢাকা : ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দেলওয়ার হোসেনকে ‘রিমান্ডে নিয়ে নির্যাতন’ চালানোর প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ছাত্রশিবির।
সোমবার বিকেলে এ তথ্য জানান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ইয়াসিন আরাফাত।
তিনি বলেন, ‘সোমবার ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দেলওয়ার হোসেনকে আদালতে হাজির করা হয়। গত কয়েকদিনের রিমান্ডে তার ওপর ব্যাপক নির্যাতন চালানো হয়েছে। ফলে আদালতে তাকে নাজেহাল অবস্থায় দেখা গেছে। এমনকি আদালত থেকে নিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে কোলে করে নিয়ে যায়। এতেই প্রমাণিত হয়, তার ওপর কী সীমাহীন নিমর্ম নির্যাতন চালানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ কারণেই আমরা মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবো। আমরা এ কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। নির্যাতন অব্যাহত রাখলে প্রয়োজনে আমরা আরও কঠিন কর্মসূচি দেবো।’(ডিনিউজ)
সোমবার বিকেলে এ তথ্য জানান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ইয়াসিন আরাফাত।
তিনি বলেন, ‘সোমবার ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দেলওয়ার হোসেনকে আদালতে হাজির করা হয়। গত কয়েকদিনের রিমান্ডে তার ওপর ব্যাপক নির্যাতন চালানো হয়েছে। ফলে আদালতে তাকে নাজেহাল অবস্থায় দেখা গেছে। এমনকি আদালত থেকে নিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে কোলে করে নিয়ে যায়। এতেই প্রমাণিত হয়, তার ওপর কী সীমাহীন নিমর্ম নির্যাতন চালানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ কারণেই আমরা মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবো। আমরা এ কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। নির্যাতন অব্যাহত রাখলে প্রয়োজনে আমরা আরও কঠিন কর্মসূচি দেবো।’(ডিনিউজ)
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়