Friday, May 17

‘সংসদে যোগ দিচ্ছে বিএনপি’

ঢাকা: সরকারের আহ্বানে নয়, নিজেদের তাগিদেই বিএনপি জাতীয় সংসদের আগামী অধিবেশনে যাবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরাম আয়োজিত যুব সমাবেশে দলের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানান ব্যারিস্টার মওদুদ।

তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘আপনার যদি আমাদের কথা বলতে দেন, যদি ব্যক্তি আক্রমণ না করেন তাহলে দেশের জনগণের স্বার্থে ও নিজেদের প্রয়োজনে আমরা অধিবেশনে যাব।’

সংসদ অধিবেশনে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের সংবেদনশীল আচরণ করারও আহ্বান জানান মওদুদ।

তিনি অভিযোগ করে বলেন, ‘ক্ষমতাসীনরা গত সাড়ে ৪ বছরে সংসদকে অকার্যকর করে রেখেছে। সেখানে দেশের মানুষের পক্ষে কথা বলতে দেয়া হয় না।’

উল্লেখ্য, আগামী ৩ জুন মহাজোট সরকারের শেষ বছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ইতিমধ্যে টানা ৮৩ কার্যদিবস সংসদ বর্জন করেছে বিএনপি। আর ৯০ কার্যদিবস অনুপস্থিত থাকলে সদস্যপদ খারিজ হয়ে যায়। তাই সদস্যপদ টিকিয়ে রাখতে হলে বিএনপিসহ বিরোধী দলের সংসদ সদস্যদের এ অধিবেশনে যোগ দিতেই হবে।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়