Sunday, May 26

কানাইঘাটে বিরোধী জোটের হরতাল পালিত


নিজস্ব প্রতিবেদক:
 তত্ত্বাবধায়ক সরকার পূর্ণবহালের দাবীদে ১৮দলীয় জোটের দেশব্যাপী ডাকা সকাল-সন্ধ্যা হরতাল কানাইঘাটে কোন ধরণের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতালের সমর্থনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৌর শহরসহ বিভিন্ন স্থানে ভোর থেকে বিচ্ছিন্ন ভাবে পিকেটিং করতে দেখা গেছে। হরতালের সমর্থনে সকাল সাড়ে ১১টায় উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে কানাইঘাট বাজারে একটি মিছিল বের হয়। মিছিল পরবর্তী পূর্ব বাজারে পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদের সভাপতিত্বে এবং থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিনের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউন্সিলার শরীফুল হক, বিএনপি নেতা আজিজুল হক, মখলিছুর রহমান, মোহাম্মদ আলী, থানা যুবদলের আহবায়ক আব্দুল মন্নান, যুগ্ম আহবায়ক মামুন রশিদ, থানা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি খসরুজ্জামান পারভেজ, রাশিদুল হাসান টিটু, যুবদল নেতা ডালিম, আজির, আফতাব উদ্দিন, ওয়াসিম, স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান, জালাল আহমদ জনি, মিজানুর রহমান সবুজ, শ্রমিকদল নেতা জাকারিয়া, আবিদুর রহমান, শরীফ উদ্দিন, ছাত্রদল নেতা আমিনুল ইসলাম, রুহুল আমিন, রুহুল আম্বিয়া, দেলোয়ার, রিয়াজ, বদরুল, বিজয় দাস, দেলোয়ার প্রমুখ। অপর দিকে বরাবরের মতো জামায়াত শিবিরের নেতাকর্মীরা কানাইঘাট মনসুরিয়া মাদ্রাসা পয়েন্টে হরতালের সমর্থনে পিকেটিং ও মিছিল করে। বেলা বাড়ার সাথে সাথে ছোট ছোট যানবাহন চলাচল শুরু হয়। পৌর শহরের দোকান পাট খোলা ছিল, অফিস পাড়া খোলা থাকলেও উপস্থিতি ছিল কম। এদিকে থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল করিম শাহিন ও ছাত্রদল নেতা আব্দুল খালিক, আব্দুল বাছিত, জাকির উদ্দিনের নেতৃত্বে ছাত্রদল হরতালের সমর্থনে বাজারে আরও একটি মিছিল বের করে পূর্ব বাজারে পথ সভা করে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়